Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিকাশে ৫৫ লাখ টাকা আত্মসাৎ

মূলহোতা গ্রেফতার

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

১২২টি বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে ৫৫ লাখ টাকা আত্মসাৎ করেছে একটি চক্র। তবে ওই চক্রের মূলহোতা মো. রুবেল মুন্সিকে (২৬) গ্রেফতার করেছে সিআইডি। গতকাল সিআইডি সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার শারমিন জাহান জানান, রুবেল মুন্সি ও তার সহযোগিরা ছদ্ম নাম ব্যবহার করে বিভিন্ন মোবাইল ফোন ব্যবহার করে লটারীর গাড়ি, বাড়ি, অর্থ পুরস্কার পেয়েছেন; এমন তথ্য দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এভাবে তারা মোট ১২২টি বিকাশ অ্যাকাউন্ট থেকে মোট ৫৫ লাখ টাকা হাতিয়ে নেয়। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গত শনিবার অভিযান চালানো হয়।

এ সময় ফরিদপুর জেলার ভাঙ্গা থানার আজিমপুর ইউনিয়ানের মধ্য ব্রাহ্মনপাড়া গ্রাম থেকে রুবেল মুন্সিকে গ্রেফতার করা হয়। সে প্রতারকচক্রের মাস্টারমাইন্ড ও দলনেতা।
তিনি আরো জানান, রুবেলের কাছ থেকে আটটি মোবাইল ফোন এবং ১২টি বিভিন্ন কোম্পানীর সীম কার্ড উদ্ধার করা হয়েছে। এছাড়াও এ চক্রের বাকিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মসাৎ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ