Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীতাকুন্ড মহিলা কলেজে মিলাদ মাহফিল

সীতাকুন্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

সীতাকুন্ড সরকারি মহিলা কলেজের আয়োজনে কলেজের বার্ষিক মিলাদ মাহফিল-২০২০ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল ১১টার দিকে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. দিদারুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক মো. আবু মোজাম্মেলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, অত্র কলেজের সাবেক অধ্যক্ষ জরিনা আখতার, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক সলিম উল্লাহ ফরহাদ, সীতাকুন্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মো. হুমায়ন কবির, কলেজের সহকারী অধ্যাপক মো. মহিউদ্দীন, রিয়ারুবাইয়াত, সিনিয়র প্রভাষক সেলিনা বেগম, সেলিনা আক্তার, নাজলী শফিক, মো. শাহজাহান, শামীমা নার্গিস, মো. ইমাম হোসাইন ও মোহাম্মদ সিরাজ উদ্দিন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ