Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে নির্মানাধীন দেয়াল ধসে শিশুসহ ২জন নিহত, আহত ২

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২০, ৩:১৭ পিএম

ঢাকার কেরানীগঞ্জে একটি নির্মানাধীন বাড়ির বাউন্ডারি ওয়াল ধসে শিশুসহ ২জন নিহত এবং আহত হয়েছে অপর ২ শ্রমিক। নিহতরা হলো নির্মান শ্রমিক মো: বাবু(২৪) এবং স্থানীয় শিশু রাহিম(৭) । আহতরা হচ্ছে নির্মান শ্রমিক মো: রুবেল(২৮) ও মো: হারুন (৬৫)। এই ঘটনাটি ঘটেছে আজ রবিবার(২৭জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কালিন্দী ইউনিয়নের গোকপাড় এলাকায়। নিহত রাহিম বোরহানীবাগ মারকাজুল মাদ্রাসার শিশু শ্রেনীর ছাত্র।তার বাবার নাম মো: আওকাত হোসেন।অপরদিকে নিহত বাবুর বাবার নাম নাগর বেপারী। বাড়ি বরিশাল জেলার দেহেন্দীগঞ্জ থানায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মো:আনোয়ার হোসেন জানান, সকালে বেল্লালের জমিতে নিহত বাবুসহ কয়েকজন নির্মান শ্রমিক কাজ করতে ছিল। ওই জমির পাশে শিশু রাহিম খেলা করছিল।এসময় ওই জমির পাশে হাজী বুলেটের বাড়ির একটি নির্মানাধীন বাউন্ডারী ওয়াল হঠাৎ তাদের উপর ধসে পড়ে। এতে আশেপাশের লোকজনের সহযোগিতায় তাদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগন শিশু রাহিম ও নির্মান শ্রমিক বাবুকে মৃতঘোষনা করেন। গুরুতর আহত অবস্থায় মো: রুবেল ও মো: হারুন সেখানে ভর্তি রয়েছেন। এই দুর্ঘটনার খবর পেয়ে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহবারী কশিশনার(ভূমি) কামরুল হাসান সোহেল ও কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে ওসি কাজী মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেয়াল ধসে নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ