Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উইকেট নিয়ে সমালোচনা খোদ পাকিস্তানেও!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

পাকিস্তান সিরিজের আগে কম নাটক হয়নি। এখন ফের আলোচনায় লাহোরের উইকেট। প্রথম ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ জানিয়েছিলেন উইকেট আশানুরূপ হয়নি। তবে সে সময় যেন তার কথার পাত্তায় কেউ দেয়নি। তবে এবার রিয়াদের সঙ্গেই সুর মিলিয়েছেন খোদ পাকিস্তানেরই সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট সংশ্লিষ্টরা।

বর্তমানে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত ইনজামাম-উল-হক, রশিদ লতিফ এবং শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক প্রধান নির্বাচক এবং সাবেক অধিনায়ক ইনজামামের মতে লাহোরের উইকেট টি-টোয়েন্টি খেলার যোগ্যই নয়। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমার কাছে লাহোরের উইকেট টি-টোয়েন্টির যোগ্যই মনে হয়নি। যেখানে ১৪২ করে জিততে পাকিস্তানের ঘাম ঝরেছে। ইনিংসের তিন বল বাকি থাকতে খেলা নিষ্পত্তি হয় সেখানে বুঝতে বাকী থাকে না আর কিছুই।’

অবশ্য কেবল দায় চাপিয়েই শান্ত হননি ইনজি। পরামর্শ দিয়েছেন কিউরেটরদের ভবিষ্যতে আরো ভালো উইকেট বানানোর জন্য। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি কিউরেটরদের আরো ভালো পিচ বানানোর অনুরোধ করছি। দর্শক মাঠে চার ও ছক্কা দেখতে আসে। তবে লাহোরের উইকেটের অবস্থা খুবই খারাপ ছিল, যার কারণে ১৪২ রানও অনেক বড় মনে হয়েছে। উইকেট এমন করতে হবে, যাতে ১৯০ বা ২০০ রান ওঠে। আর আমাদের ব্যাটসম্যানরা এমন রান তাড়া করতেও সক্ষম হবে। একই সঙ্গে এটা আমাদের বোলারদের শেখাবে, কিভাবে ফ্ল্যাট উইকেটে ব্যাটসম্যানদের বিরুদ্ধে বল করতে হয়।’

লাহোরের উইকেট নিয়ে অসন্তোষ কেবল ইনজামাম একাই জানাননি। তার সঙ্গে রশিদ লতিফ যোগ করেছেন, ‘আধুনিক ক্রিকেটে এত কম রান বেশ বেমানান বলে জানান তিনি।’ আর ম্যাচ শেষে নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার বললেন, ‘শতভাগ নিম্নমানের উইকেট বানিয়েছে পাকিস্তান। জিতলেও ঠিক মজা পাইনি। কারণ উইকেট বানানোর ক্ষেত্রে পাকিস্তান ভুল থেকে শিক্ষা নেয়নি।’

তার প্রমাণ মিলেছে দ্বিতীয় ম্যাচেও। মাঝে মাত্র কয়েক ঘন্টার বিরতি দিয়ে গতকালই মাঠে গড়িয়েছে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি। প্রথম ম্যাচের মতো এদিনও উইকেটের দিকে লক্ষ্য করলে কোনো পার্থখ্যই চোখে পড়েনি। পার্থক্য পড়েনি বাংলাদেশের ব্যাটিংয়েও। সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে ১৩৬ রানে থেমেছে বাংলাদেশের ব্যাটিং ইনিংস। পাকিস্তান জিতেছে ৯ উইকেটে। ২০ বল হাতে রেখে। অর্থাৎ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের উইকেট যেন পুরোটাই টি-টোয়েন্টির ‘অনুপযোগী’ তার প্রমাণ রেখেছে দ্বিতীয় ম্যাচেও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ