রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের চিতারবাজারে ফরিদপুর জেলা কৃষকলীগের কৃষি ঋণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও দাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামিম মোল্যার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে দাদপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ। গতকাল শনিবার সকাল ১১ টায় চিতারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে হাজারো মানুষ অংশগ্রহণ করে। শামীম মোল্যার অবিলম্বে মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধনে উপস্থিত ছিলেন দাদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আ.লীগের সহ-সভাপতি শামচুল হক সরদার, ইউপি সদস্য আব্দুস ছোবহান, মো. লস্কর মাতুব্বর, রমজান মোল্যা প্রমুখ।
জানা যায়, সম্প্রতি দাদপুর ইউনিয়নে বিএনপি থেকে সদ্য আ.লীগে যোগদানকারী মওলা বিশ্বাসের আধিপত্য বিস্তারের চেষ্টায় তার ব্যক্তিগত কার্যালয়কে ইউনিয়ন আ.লীগ কার্যালয় বলে পরিচয় দিয়ে ভাঙচুরের নাটক সাজায়। এ ঘটনাকে কেন্দ্র করে চিতারবাজারে শামীম মোল্যা ও মওলা বিশ্বাসের গ্রæপের লোক শাহজাহান মোল্যার ও আজম মোল্যার ভেতর রাজনৈতিক মতভেদের কারণে সংঘর্ষ হয়। এ ঘটনায় মওলা বিশ্বাস শামীম মোল্যার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করলে ২১ জানুয়ারি মঙ্গলবার রাতে শামীম মোল্যাকে গ্রেফতার করে বোয়ালমারী থানা পুলিশ। পরে তাকে ফরিদপুর বিচারিক আদালতে পাঠানো হলে আদালত জামিন না মঞ্জুর করে শামীম মোল্যাকে জেল হাজতে প্রেরণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।