Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইডবিøউ ও জিএসআর টেস্টিং ল্যাবরেটরি উদ্বোধন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া শুক্রবার খাইবার পাখতুনখাওয়ায় (কেপি) সেনাবাহিনীর স্টেট অব আর্ট ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার (ইডবিøউ) ও গ্রাউন্ড সারভাইল্যান্স রাডার (জিএসআর) টেস্টিং ল্যাবরেটরি উদ্বোধন করেছেন। আইএসপিআর জানায়, হরিপুরে অবস্থিত ন্যাশনাল রেডিও টেলিকমিউনিকেশন কর্পোরেশন (এনআরটিসি)-এ এই ল্যাবরেটরি উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনআরটিসি হলো সরকারি ও বেসরকারি খাতের জন্য ইনফরমেশন কমিউনিকেশন টেকনলজি (আইসিটি) ও ইলেক্ট্রনিক সরঞ্জাম তৈরি ও সল্যুশন প্রভাইডার। গত তিন বছরে এনআরটি যে অগ্রগতি অর্জন করেছে তার প্রশংসা করেন জেনারেল বাজওয়া। প্রতিষ্ঠানটির সব ধরনের উদ্ভাবনী উদ্যোগে সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন তিনি। এছাড়া জাপানের সিনিয়র ডেপুটি মিনিস্টার কানাসুগি কেনজি রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদরদফতরে জেনারেল কমর বাজওয়ার সঙ্গে সাক্ষাত করেছেন। এসময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক পরিস্থিতি ও বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহাযোগিতার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন বলে আইএসপিআর জানায়। এই অঞ্চলে সংঘাত প্রতিরোধে পাকিস্তান সেনাবাহিনীর ভ‚মিকার প্রশংসা করেন জাপানী মন্ত্রী। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিএসআর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ