বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শীত শুরু হলেও দেশে সাধারণত ওয়াজ মাহফিলের মওসুম শুরু হয়। দেশে অধিকাংশ ওয়াজ মাফিল রাতের বেলাতেই আয়োজন করা হয়ে থাকে। গভীর রাত পর্যন্ত চলে আলোচনা। অনেক সময় রাত পার হয়ে যায়। আয়োজকদের ধারণা, দিনের বেলা মানুষ কাজকর্মে ব্যস্ত থাকে তাই মাহফিলে আসতে পারে না। তাই রাতেই ভালো। কিন্তু এই ধারণা পরিবর্তন করেছেন বর্তমানের দেশের আলোচিত বক্তা ড. মিজানুর রহমান আজহারী। দিনেরবেলায় ওয়াজ মাহফিল নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।
শুক্রবার বিকালে নিজের ভেরিফায়েড পেজে তিনি এ স্ট্যাটাস দেন। আজহারী বলেন, ‘বেশ কয়েক বছর যাবত, গভীর রাত পর্যন্ত মাহফিলের কুফল নিয়ে বিভিন্ন প্রোগ্রামে কথা বলে আসছিলাম। প্রথম প্রথম যারা শুনতেন, তারা বলতেন– দিনেরবেলা কি লোকজন আসবে?’ ‘আলহামদুলিল্লাহ, পরিবর্তন আসতে শুরু করেছে। এখন দিনের মাহফিলেও দ্বীনি ভাইবোনরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। পরিবর্তনের ছোঁয়া লাগুক সর্বত্র, ধীরে ধীরে, আত্মোপলব্ধি থেকে।’
স্ট্যাটাসের সঙ্গে লক্ষ্মীপুরের রামগতিতে দিনেরবেলায় আয়োজিত ওয়াজ মাহফিলের বেশ কয়েকটি ছবিও পোস্ট করেন আজহারী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।