প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘ভুবনমাঝি’খ্যাত নির্মাতা ফাখরুল আরেফীন খান পরিচালিত বহুল আলোচিত চলচ্চিত্র ‘গন্ডি’র পোস্টার প্রকাশ করা হয়েছে। ‘গন্ডি’র অফিশিয়াল ফেসবুক পেজে পোস্টারটি প্রকাশ করা হয়। ফাখরুল আরেফীন খান বলেন, একটা সিনেমার আউটলুক হচ্ছে পোস্টার। সিনেমাকে যদি একটা বই হিসেবে বিচার করি তাহলে পোস্টার হল তার প্রচ্ছদ। আমাদের ইন্ডাস্ট্রিতে পোস্টার নিয়ে খুব একটা কাজ করা হয় না। আমরা চেষ্টা করেছি গতানুগতিক পোস্টারের বাইরে ভিন্নভাবে সিনেমাটির পোস্টারের মাধ্যমে দর্শকের কাছে তুলে ধরতে। যেহেতু সিনেমাটি রোম্যান্টিক কমেডি ঘরানার, তাই পোস্টারে তার ছাপ রেখেছি। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের সুবর্ণা মুস্তফা। এছাড়াও অভিনয় করেছেন শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পায়েল মুখার্জিসহ আরও অনেকে। অবসরে থাকা দুজন নারী পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টি কিভাবে নেয়, এটাই উঠে এসেছে চলচ্চিত্রটিতে। গড়াই ফিল্মস প্রযোজিত রোমান্টিক কমেডি ঘরানার ‘গন্ডি’ চলচ্চিত্রের আবহ সংগীত করছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংগীতব্যাক্তিত্ব দেবজ্যোতি মিশ্র। পরিচালক বলেন, সিনেমাটির দৃশ্যধারণ যখন শুরু হয়েছে তখন থেকেই সিনেমাটির জন্য দর্শক অপেক্ষার কথা জানাচ্ছেন। দর্শকদের আর খুব বেশি দিন জন্য অপেক্ষা করতে হবে না। আমাদের ইচ্ছা, ৭ ফেব্রæয়ারিতে সিনেমাটি মুক্তি দেয়ার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।