প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : শামিম আহম্মেদ রনি পরিচালিত বসগিরি সিনেমাটি ঈদে মুক্তি দেয়া হবে। ইতোমধ্যে প্রস্তুতিও নেয়া হয়েছে। তবে আমাদের দেশের সিনেমার শূটিং থেকে শুরু করে পোস্ট প্রডাকশনের কাজ দেশের বাইরে থেকে করা হলেও, সিনেমার পোস্টারের জন্য ফটোশুট কখনো হয়নি। প্রথমবারের মতো এ ঘটনাটি ঘটাতে যাচ্ছেন রনি। সিনেমার নায়ক শাকিব ও নবাগত নায়িকা বুবলির ফটোশুট করানো হচ্ছে কলকাতায়। গত সোমবার ফটোশুট করতে কলকাতায় গিয়েছেন শাকিব ও বুবলী। বিষয়টি এখন এমন হয়ে দাঁড়িয়েছে যে, সিনেমার পোস্টারের জন্য ফটোশুট করতেও নির্মাতারা কলকাতার দ্বারস্থ হচ্ছেন। অথচ আমাদের দেশেই বিশ্বমানের অনেক ফটোগ্রাফার রয়েছেন। তারা অসাধারণ কাজও করছেন। আমাদের দেশে সিনেমার পোস্টার ডিজাইন করেন, তারাও যুগের পর যুগ দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিয়ে যাচ্ছেন। তাদের ডিজাইন করা পোস্টার দেখেই দর্শক সিনেমা দেখতে গিয়েছে এবং এখনও যাচ্ছে। তাহলে একটি সিনেমার পোস্টারের ফটোশুটের জন্য আলাদাভাবে কেন কলকাতা যেতে হবে? এটা কি আমাদের দেশের ফটোগ্রাফারদেরকে অগ্রাহ্য ও অবমাননা করা নয়? রনির যুক্তি হচ্ছে, পোস্টার মানসম্মত করার জন্য কলকাতায় ফটোশুট করা হচ্ছে। তার অর্থ হচ্ছে, আমাদের দেশের ফটোগ্রাফাররা মানসম্মতভাবে ফটোশুট করতে পারেন না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।