Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে বস্তিতে আগুন ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২০, ৪:১৭ পিএম

নগরীর পাঁচলাইশ থানার শুলকবহরে একটি বস্তিতে আগুনে পুড়ে গেছে শতাধিক বসত ঘর। শুক্রবার সকালে শুলকবহর ও মীর্জারপুলের মাঝামাঝি ডেকোরেশনের গলির বস্তিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে নগরীর পাঁচটি ইউনিটি থেকে ফায়ার সার্ভিসের ১৫টি গাড়ি সেখানে ছুটে যায়। বিকেলে ৩টায় আগুন নেভানো সম্ভব হয়। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে ফারেনি ফায়ার সার্ভিস।

তবে স্থানীয়রা ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন। বসতঘর হারিয়ে সেখানে মানুষের আহাজারি চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে ওই বস্তিতে অগ্নিকা-ের সূত্রপাত।

পরে তা ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে। এতে শতাধিক ঘরের ওই বস্তিসহ আশপাশের লোকজন আতঙ্কে ছোটাছুটি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন

২৮ এপ্রিল, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ