নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া হকির মর্যাদাপূর্ণ আসর গ্রীনডেল্টা প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে এ ম্যাচে মোকাবেলা করবে ঊষা ক্রীড়া চক্র ও ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। বেলা তিনটায় খেলা শুরু হবে। ম্যাচটি দু’দলের জন্যই গুরুত্বপূর্ণ হলেও কিছুটা নির্ভার হয়ে টার্ফে নামবে মেরিনার। কারণ তারা ঊষার চেয়ে দু’পয়েন্ট এগিয়ে রয়েছে। ১৫ ম্যাচ শেষে যেখানে মেরিনারের সংগ্রহ ৪০ পয়েন্ট, সেখানে সমান ম্যাচে ঊষা পেয়েছে ৩৮ পয়েন্ট। লিগ চ্যাম্পিয়ন হতে হলে আজ ঊষাকে জিততেই হবে। অন্যদিকে মেরিনার ড্র করলেই শিরোপা ঘরে তুলবে। প্রিমিয়ার হকিতে সেরার খেতাব জিততে প্রস্তুত দু’দল। উভয়েরই লক্ষ্য সুপার সিক্স পর্বের শেষ ম্যাচ জিতে শিরোপা ঘরে তুলা। এ আসরে ঊষার রেকর্ড যতটা সমৃদ্ধ, মেরিনারের ততটা নয়। এর আগে ঊষা চারবার লিগ চ্যাম্পিয়ন হলেও মেরিনার দু’বার রানার্সআপ ট্রফি ঘরে তুলে।
ঊষা ২০০৪ ও ২০০৮ সালে এককভাবে প্রিমিয়ার হকির শিরোপা জয় করেছিলো। ২০০৬ ও ২০১৪ সালে লিগে যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও রয়েছে তাদের। অন্যদিকে ঢাকা মেরিনার ২০০৬ ও ২০১০ সালে লিগে রানার্সআপ হয়েছিলো। এটাই তাদের সেরা সাফল্য। এবারের প্রিমিয়ার হকিতে সেই ২০০৬ সালেরই যেন দৃশ্যপট। এক মঞ্চে একই নাট্যরূপ। ঠিক দশ বছর আগে লিগে সেরার খেতাব জিততে মুখোমুখি হয়েছিলো ঊষা ও মেরিনার। এবারও শিরোপার লড়াইয়ে তারাই। তখন ঊষা চ্যাম্পিয়ন হয়েছিল। আর রানার্সআপ ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মেরিনারকে। ছয় বছর আগে ঢাকা মোহামেডানের বিপক্ষে দ্বিতীয়বার শিরোপা নির্ধারণী ম্যাচ খেললেও সফলতা পায়নি মেরিনার। শিরোপার খুব কাছ থেকে দু’বার ফিরে এসেছে তারা। যা আরামবাগের দলটির জন্য হতাশাই বটে। তবে এবার সেই হতাশা কাটাতে চায় ক্লাবটি। আর সেই সুযোগও রয়েছে তাদের সামনে। কারণ আজ দু’পয়েন্ট পেছনে থাকা ঊষার সঙ্গে ড্র করলেই শিরোপার স্বাদ পাবে মেরিনার। প্রথমবারের মতো প্রিমিয়ার হকি লিগের শিরোপা নিজেদের করে নিতে চায় তারা। এ প্রসঙ্গে মেরিনারের জার্মান কোচ গেরহার্ড পিটার বলেন, ‘আমি ঢাকায় এসেছি মেরিনারকে শিরোপা জেতাতেই। সেই লক্ষ্যে গত দেড় মাস কঠোর পরিশ্রম করিয়েছি ছেলেদের। আশাকরি ছেলেরা আমাকে হতাশ করবে না। তাছাড়া আমাদের দলে দেশী খেলোয়াড়দের পাশাপাশি ভালোমানের বিদেশীও রয়েছে। যারা দলকে ভালো ফল এনে দিতে সক্ষম। ম্যাচ জিতে শিরোপা নিয়েই ছেলেরা মাঠ ছাড়বে- এটাই আমার প্রত্যাশা।’
অন্যদিকে শিরোপা জিততে হলে মেরিনারের বিপক্ষে জয় ছাড়া ভিন্ন কোন পথ নেই ঊষার। কারণ আগের ম্যাচে মোহামেডানের কাছে হেরে অনেকটাই ব্যাকফুটে রয়েছে তারা। তবে ব্যাকফুটে থাকা কথাটা মানতে নারাজ কোচ মামুন উর রশীদ। তিনি, ‘আগের ম্যাচে মোহামেডানের কাছে হেরে গেছে বলেই কিন্তু শেষ ম্যাচে প্রতিদ্ব›িদ্বপূর্ণ খেলার জন্যই মাঠে নামবে মিমো-কৃষ্ণরা। কারণ ওই ম্যাচে জিতে গেলে কিন্তু শেষ ম্যাচে মাঠে আয়েশি ভঙ্গিতেই খেলতো তারা। এবার জয়ের জন্যই মাঠে নামবে তারা। কারণ জয় ছাড়া আমাদের কোন পথ নেই। আশাকরি ছেলেরা আমাকে জয় উপহার দেবে এবং ক্লাবকে আরও একটি শিরোপা এনে দেবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।