নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : প্রিমিয়ার হকি লীগে সর্বোচ্চ গোলের রেকর্ড নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয় গতকাল। আগের ১৫ ম্যাচে ৩০ গোল করা রাসেল মাহমুদ জিমি এদিন এক ম্যাচে সাতটি গোল করেন। ফলে লীগে তার গোল সংখ্যা দাঁড়ায় ৩৭ এ। ম্যাচ শেষে লীগে নিজের সর্বাধিক গোল করা রেকর্ডের কথাও জানান জিমি। কিন্তু পরে জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড রফিকুল ইসলাম কামাল জানালেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘১৯৯৬ সালের প্রিমিয়ার লীগে ঊষা ১১১ গোল করেছিল। যেখানে আমার ছিল ৪০ গোল। তাই সর্বাধিক গোলের রেকর্ড একমাত্র আমারই। সেই রেকর্ড জিমি ভাঙ্গতে পারেনি। কারণ তার হয়েছে ৩৭ গোল।’ অন্যদিকে জিমির কথা, ‘কামাল ভাই আমাকে জানিয়েছেন উনার ৩৫ গোল ছিল। তাই আমি ৩৭ করার পর আর গোল দেয়ার চেষ্টা করিনি। এখন যদি তিনি ৪০ গোল বলে থাকেন, তাহলে আমার কিছুই বলার নেই।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।