মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সুইজারল্যান্ডের দাভোসে ইমরান খানের সঙ্গে বৈঠকে শিগগিরই পাকিস্তান সফরের আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশি এমন খবর দিয়েছেন। ইমরান খান ও ট্রাম্পের মধ্যে ঘণ্টাব্যাপী বৈঠকে বিভিন্ন গুরুত্বপ‚র্ণ ইস্যু নিয়ে ফলপ্রস‚ আলোচনা হয়েছে বলে কুরাইশি জানান। বৈঠকে ট্রাম্পের পুরো সফরসঙ্গীরা যেমন ছিলেন, তেমনি সেখানে কুরাইশিও অংশগ্রহণ করেন।-খবর ডন অনলাইনের এসময় ফিন্যানসিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের কালোতালিকা থেকে রেহাই পেতে পাকিস্তানের বিভিন্ন পদক্ষেপের কথা ট্রাম্পকে অবহিত করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এছাড়া পাকিস্তানে যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা পরিবর্তনেরও আহŸান জানিয়েছেন তিনি। কুরাইশি বলেন, অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন নিয়ে আলোচনা করেছেন ইমরান খান। কাশ্মীর সংকটের একটি সমাধান দরকার বলে মনে করেন ট্রাম্প। ইমরান-ট্রাম্প বৈঠকে দুই দেশের ব্যবসা নিয়েও আলোচনা হয়েছে। মার্কিন একটি ব্যবসায়ী প্রতিনিধি দল পাকিস্তান সফরে যাবেন বলে সিদ্ধান্ত হয়েছে। ডন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।