Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হেভিওয়েট পাত্রী খুঁজছেন হায়াত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

প্রায় সাড়ে চারশো কেজি ওজন। বিশালাকার পাকিস্তানি যুবক আরবাব খাইজার হায়াত। এক হাতে গাড়ি তুলে খ্যাতি পেয়েছেন তিনি। শারীরিকভাবে সম্প‚র্ণ সুস্থ এ ভারোত্তোলোক নিজের প্রকান্ড শরীরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মোটাসোটা কনে খুঁজছেন বিয়ের জন্য। যুক্তরাজ্যের পত্রিকা ডেইলি মেইলের বরাত দিয়ে রাশিয়ান গণমাধ্যম আরটি জানিয়েছে, পাকিস্তানের উত্তরের মার্দান অঞ্চলে বাড়ি আরবাব খাইজার হায়াতের। লম্বায় সাড়ে ছয় ফুট আর ওজন ৪৪৪ কেজি। গত কয়েক বছরে নারীর ভালোবাসা পেতে তিনি অস্থির হয়ে উঠেছেন। বাবা-মাও তাকে বিয়ে দিতে চান। ডেইলি মেইলকে হায়াত বলেন, ‘আমার এমন একজন স্ত্রীর প্রয়োজন যে হবে হেভিওয়েট। আমার সুবিশাল শরীরের কারণে যাতে সে কখনো আঘাতপ্রাপ্ত না হয়। যারাই আমাকে এখন পর্যন্ত বিয়ে করতে আগ্রহ প্রকাশ করেছেন, তাদের সবাই হালকা পাতলা।’ গড়পরতা ওজনের নারীরা কেন খারাপ জুটি হবে- সে ব্যাখ্যা দিয়ে হায়াত বলেন, ‘আমি এমন একজন নারীকে চাই, যে কমপক্ষে ১০০ কেজি ওজনের হবে। লম্বায় হবে ছয় ফুট চার ইঞ্চি। যাতে আমাদের একসঙ্গে ভাল দেখায়।’ তিনি জানান, কাক্সিক্ষত পরিমাপে খাপ খায় না বলে এরই মধ্যে দুই-তিনশ’ মেয়েকে নাকচ করে দিয়েছেন। আরটি, ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ