Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজাদ কাশ্মীরকে সমর্থন দেবে পাকিস্তানি সেনারা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, কাশ্মীর ইস্যুতে আজাদ কাশ্মীরকে পাকিস্তানি সেনারা সব ধরনের সামরিক সমর্থন দেবে। আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট সরদার মাসুদ খানের সঙ্গে রাওয়ালপিন্ডির সেনা সদরদপ্তরে মঙ্গলবার এক বৈঠকে এ ঘোষণা দেন জেনারেল বাজওয়া। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ বিশেষ করে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকের এ খবর জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর। গত ৫ আগস্ট ভারত সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ছিনিয়ে নেয়ার পর থেকে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ইতালির বিদায়ী রাষ্ট্রদ‚ত স্টিফানো পন্টেকরভোর সঙ্গেও সাক্ষাৎ করেন জেনারেল বাজওয়া। জিয়ো নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ