প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত শুক্রবার আগামীকাল বলিউডের ‘জয় মাম্মি দি’ এবং ‘এয় কাশ কে হাম’ফিল্ম দুটি মুক্তি পেয়েছে। যেমন ধারণা করা হয়েছিল দুটি ফিল্মই দর্শক আকর্ষণে ব্যর্থ হয়েছে। ‘জয় মাম্মি দি’অবশ্য কিছুটা আয় করতে পেরেছে। নভজোত গুলেতির পরিচালনায় রোমান্স কমেডি ‘জয় মাম্মি দি’তে অভিনয় করেছেন সানি সিং নিজ্জার, সোনালি সেগাল, সুপ্রিয়া পাঠক, পুনম ধিলন, বীর রাজবন্ত সিং, শিবানী সায়নি, শরত সাক্সেনা, টিনা ভাটিয়া এবং বিশেষ ভূমিকায় নেহা কাক্কার আর জাসসি গিল। শুক্রবার ০.৪৫ কোটি রুপিতে শুরু করে মঙ্গলবার পর্যন্ত ফিল্মটির আয় ২.৫০ কোটি রুপি। রেটিং পাঁচে দুই।রোমান্স থ্রিলার ‘এয় কাশ কে হাম’ পরিচালনা করেছেন বিশাল মিশ্র’; অভিনয় করেছেন বিবান শাহ, প্রিয়া সিং এবং সোফিয়া সিং। মঙ্গলবার পর্যন্ত আয় ১ কোটি রুপির কম। রেটিং পাঁচে এক। আগের সপ্তাহের ‘তানাজি : দি আনসাং ওয়ারিয়র’সপ্তাহান্ত পর্যন্ত আয় করেছে ১৭৭ কোটি রুপি।, একই পর্যায়ে ‘ছাপাক’আয় করেছে ৩২ কোটি রুপি। হিন্দি ডাব সংস্করণসহ তামিল ফিল্ম ‘দরবার’ ২০০ কোটি রুপি আয় ছাড়িয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।