Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশাল বিভাগে ভোটার বেড়েছে প্রায় সাড়ে ছয় লাখ

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২০, ৭:০৩ পিএম

সদ্য প্রকাশিত হালনাগাদ খসড়া ভোটার তালিকায় বরিশাল বিভাগের ৬ জেলায় ভোটার বেড়েছে ৬ লাখ ৪৬ হাজার ৭৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৫৮ হাজার ২৯৩ এবং মহিলা ২ লাখ ৮৮ হাজার ৫৭৩ জন নতুন ভোটার যুক্ত হয়েছে।নির্বাচন কমিশনের বরিশাল আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকায় বরিশাল বিভাগের ৬ জেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ লাখ ৮৮ হাজার ৬২৫ জন। এর আগে মোট ভোটার ছিল ৬২ লাখ ৩১ হাজার ১৯৬ জন। আগের তালিকার ৮৯ হাজারের বেশী ভোটার মৃত্যুবরণ করায় তাদের নাম তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।

হালনাগাদ ভোটার বৃদ্ধির তালিকায় বরিশাল জেলায় ১ লাখ ৯৫ হাজার ৩৫৮ জন, পটুয়াখালীতে ১ লাখ ১৬ হাজার ২৯ জন, ভোলায় ১ লাখ ৩৫ হাজার ২০৩ জন, বরগুনা জেলায় ৬৬ হাজার ৬৪২ জন, পিরোজপুর জেলায় ৮৬ হাজার ৬৮১ জন এবং ঝালকাঠী জেলায় ৪৬ হাজার ৮৫৩ জন যুক্ত হয়েছে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভোটার

১৫ জানুয়ারি, ২০২৩
২ মার্চ, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ