বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সদ্য প্রকাশিত হালনাগাদ খসড়া ভোটার তালিকায় বরিশাল বিভাগের ৬ জেলায় ভোটার বেড়েছে ৬ লাখ ৪৬ হাজার ৭৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৫৮ হাজার ২৯৩ এবং মহিলা ২ লাখ ৮৮ হাজার ৫৭৩ জন নতুন ভোটার যুক্ত হয়েছে।নির্বাচন কমিশনের বরিশাল আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকায় বরিশাল বিভাগের ৬ জেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ লাখ ৮৮ হাজার ৬২৫ জন। এর আগে মোট ভোটার ছিল ৬২ লাখ ৩১ হাজার ১৯৬ জন। আগের তালিকার ৮৯ হাজারের বেশী ভোটার মৃত্যুবরণ করায় তাদের নাম তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।
হালনাগাদ ভোটার বৃদ্ধির তালিকায় বরিশাল জেলায় ১ লাখ ৯৫ হাজার ৩৫৮ জন, পটুয়াখালীতে ১ লাখ ১৬ হাজার ২৯ জন, ভোলায় ১ লাখ ৩৫ হাজার ২০৩ জন, বরগুনা জেলায় ৬৬ হাজার ৬৪২ জন, পিরোজপুর জেলায় ৮৬ হাজার ৬৮১ জন এবং ঝালকাঠী জেলায় ৪৬ হাজার ৮৫৩ জন যুক্ত হয়েছে বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।