Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রাম আবারও শুরু হয়েছে মাঝারী শৈত্য প্রবাহ

সর্বনিম্ন তাপমাত্রা ৭.২ ডিগ্রী সেলসিয়াস

কুড়িগ্রাম সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২০, ১২:৩৬ পিএম

কুড়িগ্রামে আবারও শুরু হয়েছে শৈত্য প্রবাহ। টানা প্রায় এক মাস মৃদু ও মাঝারী শৈত্য প্রবাহ চলে এ জেলার উপর দিয়ে। এর প্রায় ৫দিন বিরতির পর আবারও কনকনে ঠান্ডায় দুর্ভোগে পড়েছে কুড়িগ্রামের মানুষজন। রাতে বৃষ্টিরমত ঝম ঝম করে পড়ছে শীত। অন্যদিকে ঘন কুয়াশার চাদরে দিনে সূর্য ঢেকে থাকায় আরও বেশী ঠান্ডা অনুভূত হচ্ছে।

দেশের উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রাম। হিমালয়ের কাছাকাছি হওয়ায় শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে। বৃহত্তম ১৬টি নদ-নদীময় জেলাতে প্রায় ২৫লাখ মানুষের বসবাস। ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমারসহ ৩১৬দৈর্ঘ্য কি.মি. নদী পথে ৫২০টি চর-দ্বীপচর প্রায় ৫লাখ মানুষ শীতে কাঁপছে।

কুড়িগ্রাম কৃষি আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্র জানায় আজ জেলার সর্ব নিম্ন তাপমাত্রা ৭ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
দিনের তাপমাত্রা কমে যাওয়ায় ব্যাহত হয়ে পড়ছে স্বাভাবিক জীবনযাত্রা। এ অবস্থায় দিনমজুর শ্রেনীর মানষেরা ঠিক মতো কাজে যেতে না পারায় পরিবার পরিজন নিয়ে অতিকষ্টে দিন পার করছেন।

গরম কাপড়ের অভাবে বিশেষ করে চরাঞ্চলে বসবাসকারী ছিন্নমুল ও নিম্ন আয়ের মানুষগুলো দুর্ভোগ পড়েছে। সবচেয়ে কষ্টে দিন পার করছেন বৃদ্ধরা।

এদিকে কুড়িগ্রাম জেলা পূর্ণবাসন কর্মকর্তা দিলীপ কুমার সাহা জানান, কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলায় শীতার্তদের জন্য ৬৪হাজার কম্বল, ২হাজার শুকনো খাবারের প্যাকেট এবং ১হাজার ৫০০ শিশু পোষাক বিতরণ করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ