Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুহূর্তেই পরমাণু অস্ত্র বানাতে পারে জাপান, চীনকে মার্কিন হুশিয়ারি

প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাতারাতি পরমাণু শক্তিধর হওয়ার ক্ষমতা রাখে জাপান। তাই উত্তর কোরিয়াকে এখনই সামলানো জরুরি। না হলে বিপদ হতে পারে। চীনকে এমনই কড়া বার্তা দিল আমেরিকা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকার সরকারি গণমাধ্যমে দেয়া ভাষণে নিজেই জানিয়েছেন এই বার্তার কথা। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকেই এই বার্তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাইডেন।  জাতিসংঘ নিষেধাজ্ঞা সত্ত্বেও যেভাবে উত্তর কোরিয়া একের পর এক পরমাণু অস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ ঘটিয়ে চলেছে তাতে আমেরিকা উদ্বিগ্ন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট সম্প্রতি সরকারি গণমাধ্যমে যে ভাষণ দিয়েছেন তাতেও সেই উদ্বেগ ধরা পড়েছে। চীনের পরোক্ষ প্রশ্রয়েই উত্তর কোরিয়ার এই যুদ্ধের হুঙ্কার বলে ইঙ্গিত দিয়েছেন বাইডেন। তাঁর মতে, আমেরিকা এবং চীন যদি উত্তর কোরিয়ার বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তা হলে বিপদ বাড়বে। বিডেনের কথায়, যদি জাপান দ্রুত পরমাণু অস্ত্র বানিয়ে ফেলে, তা হলে কী হবে? আক্ষরিক অর্থেই রাতারাতি পরমাণু অস্ত্র তৈরির ক্ষমতা রাখে তারা। এই কথাগুলো তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে বলেছেন বলেও বাডেনের দাবি। কোন আলোচনায় তিনি জিনপিংকে এই কথা বলেছেন, তা নিয়ে বাইডেন অবশ্য কোনো মন্তব্য করেননি। মার্কিন ভাইস প্রেসিডেন্টের দাবি, উত্তর কোরিয়াকে প্রভাবিত করতে সবচেয়ে বেশি সক্ষম চীন। কিন্তু একের পর এক পরমাণু ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করতে থাকা উত্তর কোরিয়াকে চীন কোনো কড়া বার্তা দিচ্ছে না বলে বাইডেন প্রকারান্তরে বোঝাতে চেয়েছেন। কিম জং উনের দেশ এমন ক্ষেপণাস্ত্রও বানিয়ে ফেলেছে যা প্রশান্ত মহাসাগর টপকে আমেরিকার মূল ভূখ-ে আঘাত হানতে সক্ষম। সে ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য আমেরিকার হাতে উপযুক্ত অ্যান্টি-মিসাইল সিস্টেম অবশ্য রয়েছে। তবে পরিস্থিতি ততটা তিক্ত হোক, ওয়াশিংটন তা মোটেও চাইছে না। তাই এশিয়া-প্যাসিফিক অঞ্চলে চীনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী জাপানের প্রসঙ্গ টেনে এনেছে আমেরিকা। জাপান পরমাণু শক্তিধর হয়ে উঠলে চীনের পক্ষে তা যে মোটেই স্বস্তির হবে না তা বলাই বাহুল্য। মার্কিন ভাইস প্রেসিডেন্ট সে কথা মাথায় রেখেই চাপে ফেলতে চেয়েছেন চীনকে। বুঝিয়ে দিয়েছেন, চিনের প্রতিবেশী উত্তর কোরিয়া অবাধে পরমাণু অস্ত্র বানিয়ে যদি প্রতিদিন আমেরিকাকে হুঙ্কার দিতে থাকে তা হলে চিনের প্রতিদ্বন্দ্বী জাপানকেও রাতারাতি পরমাণু শক্তিধর হয়ে ওঠার ছাড়পত্র দিতে আমেরিকা আর ভাববে না। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুহূর্তেই পরমাণু অস্ত্র বানাতে পারে জাপান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ