Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করবিনকে এঙ্গেলা ঈগলের চ্যালেঞ্জ

প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : লেবার পার্টিতে জেরেমি করবিনের নেতৃত্বের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিতে যাচ্ছন দলের এমপি এবং ব্রিটেনের গণভোটের পর পদত্যাগ করা ছায়া বাণিজ্যমন্ত্রী এঙ্গেলা ঈগল। বিবিসির খবরে তার এ ঘোষণার কথা জানা গেছে। ব্রেক্সিট বলে পরিচিতি পাওয়া ব্রিটেনের গণভোটের ‘লিভ’ পক্ষের জয়ের পর গত রোববারই লেবার পার্টির ছায়া মন্ত্রিসভার যে কুড়ি জন সদস্য পদত্যাগ করেন, এঙ্গেলা ঈগল তাদের একজন। ওই গণ পদত্যাগের ঘটনাই জেরেমি করবিনের বিরুদ্ধে এমপিদের অনাস্থা ভোট দেয়ার প্রেক্ষাপট তৈরি করে দেয়। গণভোটে ‘রিমেইন’ পক্ষে শক্ত প্রচারণা না করতে পারার অভিযোগে দলের বেশিরভাগ এমপি অনাস্থা ভোট দেয়ার পরও মিস্টার করবিন পদত্যাগ করতে অস্বীকৃতি জানান। এর পেছনে ছিল তৃণমূলে মি. করবিনের শক্ত সমর্থন। সমর্থকেরা যে অবশ্য জেরেমি করবিনকে ছেড়ে কথা বলছেন, তা নয়। অনেক সমর্থকই তাকে প্রশ্নবাণে জর্জরিত করছেন, যেমনটি ঘটেছে, লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের সামনে। সমর্থকেরা সেখানে মি. করবিনকে পেয়ে তাকে জিজ্ঞাসা করছিলেন, ইউরোপের কি হবে? আমাদের যখন প্রয়োজন ছিল তখন আপনি কোথায় ছিলেন? ইত্যাদি নানাবিধ প্রশ্ন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করবিনকে এঙ্গেলা ঈগলের চ্যালেঞ্জ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ