গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ঢাকার দুই সিটির মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের ‘গ্রিন অ্যান্ড ক্লিন ঢাকা’ গড়ার আশ্বাস দিচ্ছেন। অথচ তারা নিজেরাই পরিবেশ দূষণ করছেন। তাদের দিয়ে কী করে একটি দূষণমুক্ত বাসযোগ্য ঢাকা গড়ে তোলা সম্ভব? আমরা অবিলম্বে পরিবেশ অধিদফতর ও নির্বাচন কমিশনকে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার আহŸান জানাই। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে প্রচারের জন্য সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদারের পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়।
ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় পরিবেশ দূষণ করা হতে থাকলেও এ ব্যাপারে পরিবেশ অধিদফতর কোন পদক্ষেপ গ্রহণ না কারার কারণে বিস্ময় প্রকাশ করে বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১ ফেব্রæয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি-ডিএসসিসি) নির্বাচন। এ উপলক্ষে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা অবাধে রাজধানীর পরিবেশ দূষিত করছেন। কিন্তু এ ব্যাপারে পরিবেশ অধিদফতর ও নির্বাচন কমিশন কোনো প্রকার ব্যবস্থাই নিচ্ছে না।
বিবৃতিতে বাপ্পি সরদার বলেন, বেশিরভাগ প্রার্থী পলিথিনে মোড়ানো পোস্টার ব্যবহার করছেন। যেখানে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিন সরকার নিষিদ্ধ করেছে, সেখানে তারা তাদের প্রচারণায় অবাধে পলিথিন ব্যবহার করছেন। ডিজিটাল ব্যানার ব্যবহার করছেন। গাছের মধ্যে পেরেক লাগিয়ে ব্যানার পোস্টার লাগিয়েছেন। অনেকে পাটের দড়ি ব্যবহার না করে প্লাস্টিকের দড়ি ব্যবহার করেছেন। যত্রতত্র লিফলেট-পোস্টার ফেলছেন। এসব লিফলেট-পোস্টার রাস্তায় পড়ছে, ড্রেনে পড়ে ড্রেনেজ ব্যবস্থাপনার ব্যাপক ক্ষতিসাধন করছে।
সবুজ আন্দোলনের চেয়ারম্যান আরও বলেন, ঢাকার দুই সিটির মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের ‘গ্রিন অ্যান্ড ক্লিন ঢাকা’ গড়ার আশ্বাস দিচ্ছেন। অথচ নিজেরাই পরিবেশ দূষণ করছেন। তাদের দিয়ে কী করে একটি দূষণমুক্ত বাসযোগ্য ঢাকা গড়ে তোলা সম্ভব? আমরা অবিলম্বে পরিবেশ অধিদফতর ও নির্বাচন কমিশনকে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার আহŸান জানাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।