Inqilab Logo

শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফালুজায় আইএসের গাড়িবহরে মার্কিন হামলায় নিহত ২৫০

বিদ্রোহীদের ব্যবহৃত ৪০টি গাড়ি ধ্বংসের দাবি

প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরাকের ফালুজায় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় ইসলামিক স্টেটের (আইএস) অন্ততপক্ষে ২৫০ জন সন্দেহভাজন জেহাদি নিহত হয়েছেন। গত বুধবার চালানো এসব হামলায় তাদের ব্যবহৃত অন্ততপক্ষে ৪০টি গাড়ি ধ্বংস হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন। মার্কিন কর্মকর্তাদের দেয়া এই পরিসংখ্যান নিশ্চিত হলে তা হবে জঙ্গিগোষ্ঠীটির বিরুদ্ধে চালানো হামলাগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী। নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা অভিযানের বর্ণনা দিয়ে ক্ষয়ক্ষতির হিসাবকে প্রাথমিক এবং পরিবর্তনযোগ্য বলে জানিয়েছেন। ফালুজার দক্ষিণাংশে এই ধারাবাহিক বিমান হামলাগুলো চালানো হয়। সেখানকার বেসামরিক নাগরিকেরা বাস্তুচ্যুত হয়েছেন। জেহাদিগোষ্ঠী আইএস সাম্প্রতিক সময়ে ইরাক ও সিরিয়ায় খিলাফত রক্ষার ক্ষেত্রে ক্রমশ মার খাচ্ছে। তবে দখলকৃত ভূমি হারালেও বিদ্রোহী গোষ্ঠীটির বিদেশের মাটিতে হামলা চালানোর ক্ষেত্রে সামর্থ্যরে ব্যাপারে উদ্বেগ এখনো কাটেনি। গত বুধবার তুরস্কের ইস্তাম্বুলের প্রধান বিমানবন্দরে তিনটি আত্মঘাতী বোমা হামলা ও গুলি চালিয়ে ৪২ জনকে হত্যার ঘটনায় তুর্কি কর্তৃপক্ষ আইএসের দিকেই আঙুল তুলেছে। সিআইএর প্রধান জন ব্রেনান বলেন, আমি মনে করি, আমাদের জোটের মিত্রদের সঙ্গে নিয়ে আমরা ইরাক ও সিরিয়ায় যেখানে আইএসআইএস-এর অধিকাংশ সদস্যরা রয়েছেন সেখানে উল্লেখযোগ্য কিছু অগ্রগতি অর্জন করেছি। আইএস মধ্যপ্রাচ্যে দায়েশ এবং পশ্চিমাদের কাছে আইএসআইএস নামেও পরিচিত। সাম্প্রতিক সপ্তাহগুলোকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযান নতুন গতি পেয়েছে। এরই মাঝে ফালুজায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে জয় ঘোষণা করেছে ইরাক সরকার। গত বুধবারের হামলাকে এই সময়ে আইএসের ওপর বহুজাতিক বাহিনীর সবচেয়ে প্রাণঘাতী আক্রমণ বলে বলা হচ্ছে। কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য জানিয়েছেন এবং বলেছেন ক্ষয়ক্ষতির হিসাবে পরে পরিবর্তন হতে পারে। কর্মকর্তারা আরও জানান, ফালুজার উত্তরে এ হামলা চালানো হয়েছে। শহরটি এখনো আইএসের শক্ত ঘাঁটি। বিবিসি, রয়টার্স



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফালুজায় আইএসের গাড়িবহরে মার্কিন হামলায় নিহত ২৫০
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ