বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে বিএনপির গন জোয়ারের দুঃস্বপ্ন ভেস্তে যাবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব এগিয়ে যাচ্ছে। তিনি আজ মঙ্গলবার (২১ জানুয়ারী) কক্সবাজার পাবলিক হল মাঠে জেলা আওয়ামী লীগের সভায় প্রদান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জেলা আওয়ামী লীগ সভাপতি এড সিরাজুল মোস্তাফার সভাপতিত্বে অনুষ্ঠিত এসভায় কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
রোহিঙ্গা সমস্যা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ব সম্প্রদায়ের দায়িত্ব রয়েছে। তাই রোহিঙ্গারা যাতে আমাদের বাংলাদেশের জন্য বোঝা হয়ে না দাড়াঁয় সেজন্য চীন ভারতসহ দায়িত্ব পালন করতে হবে বিশ্ব সম্প্রদায়কে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে মিয়ানমার যাতে তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে বাধ্য হয় সেই ভাবে বিশ্বসম্প্রদায় চাপ প্রয়োগ করবেন বলে তিনি আশাবাদী।
তিনি সুস্থ হয়ে পুনরায় কক্সবাজারের নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করতে পারায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে বিএনপির গণজোয়ারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। তিনি আগামীতে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ঐক্যবদ্ধভাবে পালনের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে এড সিরাজুল মোস্তফা বলেন, কক্সবাজারের গ্রামে গঞ্জে উন্নয়নের জোয়ার বইছে। এই উন্নয়নের কথা জনগণের কাছে তুলে ধরতে পারলে কক্সবাজার হবে আওয়ামী লীগের ঘাঁটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।