মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জলবায়ু মোকাবেলায় ১ লাখ কোটি গাছ লাগানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) শীর্ষ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তিনি।
চলতি বছর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সুইজারল্যান্ডের ডাভোসের আল্পাইন রিসোর্ট শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ৫০তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে যুক্তরাষ্ট্রসহ পঁচাশিটি দেশের রাষ্ট্রপ্রধান যোগ দিয়েছেন। মোট ১১৮ টি দেশের প্রায় ৩,০০০ অংশগ্রহণকারী এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আরো আছেন জেপি মর্গান, ফেসবুক ও উবারের প্রতিষ্ঠাতা ও মালিকরা।
আজ সম্মেলনে ট্রাম্পের ভাষণ দেয়ার কথা রয়েছে।
সম্মেলনে দেয়া ভাষণে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক চুক্তিগুলো একবিংশ শতাব্দিতে বিশ্বের জন্য মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি জানান, চায়নার সাথে পরবর্তী চুক্তিতেও বর্তমানে আরোপিত বেশিরভাগ শুল্কই বহাল থাকবে।
উল্লেখ্য, ২০১৭ সালের পরিবেশ রক্ষা সম্মেলন বয়কট করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সূত্র: বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।