রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাগুরায় কলেক্টরেট সহকারিদের পদোন্নতির দাবিতে গতকাল সোমবার কর্মবিরতি পালন করেছে মাগুরা জেলা কালেক্টরেট সহকারি সমিতির সদস্যবৃন্দ। গতকাল সোমবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় ও সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের তারা এ কর্মবিরতি পালন করেন।
মাগুরা জেলা কালেকটরেট কর্মচারি সমিতির সাধারণ সম্পাদক মো. শাকির আহমেদ জানান, একই সময়ে নিয়োগ পেয়ে সরকারের অন্যান্য দফতরে ২ থেকে ৩টি পদোন্নতি হয়েছে। সেখানে কালেকটরেট কর্মচারিরা পদোন্নতি থেকে বঞ্চিত হয়ে বছরের পর বছর ধরে একই পদে কাজ করে যাচ্ছেন। তারা তাদের ন্যায্য দাবি মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান। মাগুরাসহ দেশের বিভিন্ন জেলায় কালেক্টরেটে কর্মরত সহকারিরা গত ২০ বছর ধরে পদোন্নতি বঞ্চিত রয়েছেন। তারা প্রধানমন্ত্রীর কাছে এ বৈষম্যের নিরসনের জন্য দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।