Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে দলের সার্বক্ষণিক সঙ্গী বিসিবি সভাপতি!

তামিমদের নিরাপত্তায় ১০ হাজার পুলিশ, কমান্ডো-রেঞ্জার্স

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম


পাকিস্তান সফরের আগে বাংলাদেশের তিন দিনের ছোট্ট প্রস্তুতি পর্ব শুরু হয়েছে গতকাল দুপুরে। দলকে উৎসাহ দিতে প্রথম দিন মাঠে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, প্রথম দফার সফরে তিনি দলের সঙ্গে থাকবেন পুরো সময়, ‘জরুরি প্রয়োজনে আমার কালকে (আজ) রাতে বাইরে যেতে হচ্ছে। ফিরে আসব ২২ তারিখ। তাই ওদের সঙ্গে যেতে পারছি না। ওরা আবার ভাবতে পারে যে আমি যাবই না। এজন্যই ওদেরকে বললাম যে, ২৩ তারিখে পাকিস্তানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করব।’

পাকিস্তানে তিন দফায় বাংলাদেশ দলকে পাঠাতে সম্মত হয়েছে বিসিবি। প্রথম দফার সফরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ আগামী শুক্র, শনি ও সোমবার। বাংলাদেশ দল ঢাকা ছাড়বে বুধবার রাতে, লাহোরে পৌঁছানোর কথা বৃহস্পতিবার সকালে। সফরে নিরাপত্তার চাদরে মুড়িয়ে রাখা হবে মাহমুদউল্লাহদের। লাহোরে মোতায়েন করা হবে ১০ হাজারের বেশি পুলিশ সদস্যকে, রাওয়ালপিন্ডিতে থাকবেন ৪ হাজারের বেশি পুলিশ। তাদের পাশাপাশি রাখা হবে সেনাবাহিনীর কমান্ডো, আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্যদেরও। বাংলাদেশ দলকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে পাকিস্তানের আইন-শৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভার কমিটির বৈঠকে রাখা হয়েছে এসব প্রস্তাব। বিসিবি সভাপতি জানালেন, পাকিস্তানের কড়া নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বাংলাদেশ থেকেও একটি অগ্রবর্তী নিরাপত্তা দল যাবে সেখানে, ‘আমাদের এডভান্স একটি দল যাচ্ছে নিরাপত্তার। এনএসআই থেকে যাবে, ডিজিএফআই থেকেও লোক যাওয়ার কথা। আমাদের পক্ষ থেকে নিরাপত্তা নিয়ে যত প্রস্তুতি আছে, সব নেওয়া হবে।’

তবে ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় নিরাপত্তা প্রসঙ্গে বেশি যেতেই চাননি নাজমুল হাসান। দলকে তিনি বলেছেন, শুধু মাঠের ক্রিকেট নিয়েই ভাবতে, ‘আমি ওদের সঙ্গে নিরাপত্তা নিয়ে আলাপ করতেই চাইনি। কথা উঠেছিল তবু হালকা, আমি বলেছি চিন্তার কিছু নেই। খেলা নিয়ে চিন্তা করতে বলেছি। মানসিক শান্তি ছাড়া ক্রিকেট খেলা অনেক কঠিন। টি-টোয়েন্টি এমনিতেই অনেক টেনশনের খেলা। সেকেন্ডে খেলা ঘুরে যায়। ওদেরকে বললাম যে চিন্তার কিছু নেই, ঠাÐা মাথায় খেলবে। ইনশাআল্লাহ কিছু হবে না। আমি আসছি, একসঙ্গে থাকব, একসঙ্গে খাব। কোনো অসুবিধা নেই।’

 



 

Show all comments
  • ফখরুল ইসলাম ২০ জানুয়ারি, ২০২০, ১:৩০ এএম says : 0
    আত্মবিশ্বাস বাড়াতে মেণ্টর মাশরাফি টনিকের কোন বিকল্প নেই, বুঝতে পারছি উনি মাশরাফির কাজটা করতেই হয়তো সেখানে যাচ্ছেন।
    Total Reply(0) Reply
  • Dr.Mizan Siddiqi ২০ জানুয়ারি, ২০২০, ১:৩০ এএম says : 0
    You are a looser. Just quit.
    Total Reply(0) Reply
  • সাকা চৌধুরী ২০ জানুয়ারি, ২০২০, ১:৩১ এএম says : 0
    পাকিস্তানের সাথে এমন আচরণ করা ঠিক হয়নি।
    Total Reply(0) Reply
  • মোঃ তোফায়েল হোসেন ২০ জানুয়ারি, ২০২০, ১:৩২ এএম says : 0
    আপনাকে এখন আর একেবারেই ভালো লাগে না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ