Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

কসমেটিকসের আড়ালে খাদ্যপণ্য আমদানি চট্টগ্রাম বন্দরে দুই কন্টেইনার আটক

প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : মিথ্যা ঘোষণায় আমদানির অভিযোগে গতকাল (বুধবার) চট্টগ্রাম বন্দরে কসমেটিকসের আড়ালে খাদ্যপণ্য ভর্তি দু’টি কন্টেইনার আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। দুবাই থেকে পণ্য চালান দু’টির আমদানিকারক ঢাকার মেসার্স এসআর এন্টারপ্রাইজ ও কাজি ট্রেডার্স। আমদানিকারকের পক্ষে উভয় চালান খালাসের দায়িত্বে ছিলেন চিশতি ক্লিয়ারিং হোম নামে একটি সিএন্ডএফ প্রতিষ্ঠান।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক শামীমুর রহমান জানান, দুবাই থেকে কসমেটিকস আমদানির ঘোষণা দেয়। সে অনুযায়ী শুল্কায়ন সমাপ্ত করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালান দু’টির কায়িক পরীক্ষা করা হলে সেখানে কসমেটিকস পণ্যের সঙ্গে খাদ্যপণ্য পাওয়া যায়। মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকারক ৩৪ লাখ টাকা শুল্ক ফাঁকি দেয়ার চেষ্টা করেছিল। শুল্ক ফাঁকির অভিযোগে কন্টেইনার দু’টি আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় কাস্টমস হাউসে পৃথক দু’টি বিভাগীয় মামলা দায়ের হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কসমেটিকসের আড়ালে খাদ্যপণ্য আমদানি চট্টগ্রাম বন্দরে দুই কন্টেইনার আটক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ