Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

হজ টিকিটে ১২ হাজার টাকা বৃদ্ধিতে সম্মত

সিদ্ধান্ত ছাড়াই ভাড়া নির্ধারণী সভা মুলতবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

১৪৪১ হিজরিতে হজযাত্রীদের বিমানের হজ টিকিটে গত বছরের চেয়ে অতিরিক্ত ১২ হাজার টাকা বৃদ্ধিতে সম্মত হয়েছে ধর্ম মন্ত্রণালয়। গতকাল রোববার দুপুর ১২টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ টিকিটের ভাড়া নির্ধারণী সভায় বিমান চলতি বছর জনপ্রতি ভাড়া ১ লাখ ৫৪ হাজার টাকা প্রস্তাব দেয়। ২০১৯ সালের হজ টিকিটের ভাড়া ছিল জনপ্রতি ১ লাখ ২৮ হাজার টাকা। হজ টিকিটের মূল্য বৃদ্ধি পেলে হজ প্যাকেজের মূল্যও বাড়বে। হজ টিকিটের মূল্য নির্ধারণে বিলম্ব হওয়ায় ধর্ম মন্ত্রণালয় হজ প্যাকেজও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারছে না। গত বছর সরকারি ব্যবস্থাপনায় সর্বনিন্ম হজ প্যাকেজ ছিল ৩ লাখ ৪৪ হাজার টাকা। হজ টিকিটের মূল্য নির্ধারণের পরবর্তী সভা কবে নাগাদ হবে তা’কেউ কিছু বলতে পারেনি।

অনুষ্ঠিত সভায় গত বছরের চেয়ে এবার বিমান কর্তৃপক্ষ কোনো কারণ ছাড়াই ২৬ হাজার টাকা বাড়িয়ে হজ টিকিটের মূল্য ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। এতে হাব নেতৃবৃন্দ বিমানের হজ টিকিটের অযৌক্তিক মূল্য বৃদ্ধির কড়া প্রতিবাদ জানায়। সভায় হজ টিকিটে ভাড়া বৃদ্ধির কারণ জানতে চাইলে বিমানের উর্ধ্বতন কর্মকর্তারা ভাড়া বৃদ্ধির কোনো যৌক্তিক কারণ ব্যাখ্যা দিতে পারেনি। সভায় অংশগ্রহণকারী একটি নির্ভরযোগ্য সূত্র এতথ্য জানান।

সভায় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ গত বছরের চেয়ে এবার প্রতি হজ টিকিটের মূল্য ১২ হাজার টাকা বাড়িয়ে সর্বমোট ১ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণে সম্মতি দেন। কিন্ত বিমান কর্তৃপক্ষ এতেও রাজি হয়নি। পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী হজ টিকিটের ভাড়া নির্ধারণে কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা মুলতবি ঘোষণা করেন।

হজ টিকিট ভাড়া নির্ধারণী সভায় আরো উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো.নূরুল ইসলাম, অতিরিক্ত সচিব (হজ) এ বি এম আমিন উল্লাহ নূরী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি মোকাব্বের হোসেন, পরিচালক হজ মো. সাইফুল ইসলাম, হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম, সিনিয়র সহসভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী, মহাসচিব ফারুক আহমদ সরদার, সাউদিয়া আরাবিয়ান এয়ারলাইন্সের দু’জন প্রতিনিধি, আটাব সভাপতি মনছুর আহমদ কালাম মহাসচিব মো. মাজহারুল হক।

সভা শেষে হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, বিমানের হজ টিকিটের অযৌক্তিক ভাড়ার প্রস্তাব আমরা মেনে নেইনি। তারা বর্তমানে বিমান ও সাউদিয়া এয়ারলাইন্সের ওমরাযাত্রীদের সউদীতে আসা যাওয়ার ভাড়ার সাথে মিল রেখে হজ টিকিটের মূল্য ১ লাখ টাকার বেশি নয় বলেও উল্লেখ করেন। হাব নেতৃবৃন্দ বলেন, বিমান হজযাত্রীদের জিম্মি করে হজ টিকিটে আকাশচুম্বী ভাড়া নির্ধারণের পাঁয়তারা করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হজ

২৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩
১৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ