Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১২ দলের টি-২০ বিশ্বকাপ

প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ২০১৮ টি-২০ বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়াতে চলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এখন থেকে সুপার লিগে ১০ দলের জায়গায় ২টি দল বাড়িয়ে অংশ নেবে মোট ১২টি দল। এমনই এক আলোচনা হয়েছে এডিনবার্গে আইসিসির চলমান বার্ষিক সভায়। এ ব্যাপারে গণমাধ্যমের সাথে কথা বলেছেন হংকং ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী (সিইও) টিম কাটলার। আইসিসির সহযোগীদের নিয়ে অনুষ্ঠিত সভায় দেওয়া প্রস্তাব নিয়ে তিনি বলেন, ‘প্রথম রাউন্ড থেকে ২টি করে টিম গিয়ে সুপার-১২ তৈরি করবে। এমনকি বাছাইয়েও আরও দুটি দল যুক্ত হতে পারে। তবে মূল পর্বের বিষয়টিই এই মুহূর্তে আলোচনায় রয়েছে। আপাতত এই ফরম্যাটে সবাই সম্মত। আমার মনে হচ্ছে এটা সঠিক সিদ্ধান্ত। আর এতে সবাই রাজি হবে।’ এছাড়া সভায় সহযোগী দেশ থেকে আসা প্রতিনিধিদের আইসিসির বোর্ডে পূর্ণাঙ্গ ভোটাধিকার দেওয়ার ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ১২ দলের টি-২০ বিশ্বকাপ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ