Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপিএলের টাইটেল স্পন্সর ভূঁইয়া গ্রুপ

প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের (বিপিএল) টাইটেল স্পন্সর হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাথে চুক্তি স্বাক্ষর করেছে ভূঁইয়া গ্রæপ। গতকাল বাফুফের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তি অনুযায়ী এখন থেকে পেশাদার এ ফুটবল লিগের স্বত্বাধিকারী ভূঁইয়া গ্রæপ। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটল ফেডাশেনের সভাপতি কাজী মোহাম্মদ সালাহউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার ফুটবল লিগের চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, সাইফ গেøাবাল স্পোর্টসের চেয়ারম্যান তরফদার রুহুল আমিন ও জজ ভূঁইয়া গ্রæপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফাইজুর রহমান ভূঁইয়া জুয়েল।
ঢাকাসহ দেশের ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল সবগুলো খেলা। ভেন্যুগুলো হলো-ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়াম, চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম, রাজশাহী স্টেডিয়াম, ময়মনসিংহ স্টেডিয়াম, সিলেট ও গোপালগঞ্জ স্টেডিয়াম। আগামী ২০ জুলাই চট্টগ্রামে উদ্বোধন হবে বিপিএলের এবারের আসর। এরপর ২৪ জুলাই চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম পর্ব দিয়ে মাঠে গড়াবে খেলা। এছাড়া ১৮ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে প্রিমিয়ার ফুটবলের ট্রফি উন্মোচন অনুষ্ঠান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিপিএলের টাইটেল স্পন্সর ভূঁইয়া গ্রুপ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ