মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সোমালিয়ার জুবালান্দ এবং মধ্য শাবেল্লে প্রদেশে সেনাবাহিনীর সঙ্গে আল-শাবাব জঙ্গিদের সংঘর্ষে ৫২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৮ জন জঙ্গি এবং ৪ জন সেনা সদস্য রয়েছে বলে নিশ্চিত করেছে সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ঘটনায় ৩০ জঙ্গি এবং ৩ সেনা সদস্য আহত হয়েছেন। সংঘর্ষের বিষয়ে সোমালিয়ার সেনা কর্মকর্তা জেনারেল মোহামেদ আহমেদ তারেদিশে বলেন, মধ্য শাবেল্লের একটি সেনা ঘাঁটিতে জঙ্গিরা হামলা চালালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই হামলায় ৪৪ জঙ্গি নিহত হয়েছেন। এদিকে জুবালান্দ প্রদেশেও নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আট আল শাবাব জঙ্গি নিহত হয়েছেন। এই বিষয়ে সেনা কর্মকর্তা ইসে মোহামুদ বলেন, নিহত জঙ্গিরা মোগাদিসুর ৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত আফগোয়ি এলাকায় একটি থানায় হামলার সাথে সংশ্লিষ্ট ছিল। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।