বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ট্রলির ধাক্কায় দেয়াল ধসে চাপা পড়ে মো. আসিফ (৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুর ২টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আসিফ একই গ্রামের সবজি বিক্রেতা মো. আজিজের ছেলে ও স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র।
নিহতের স্বজনরা জানান, নিজ বাড়ির সামনে একটি খোলা জায়গায় খেলা করছিল আসিফসহ আরও কয়েকজন শিশু। এসময় বালুভর্তি ট্রলি একটি দেয়ালে ধাক্কা দেয়। এতে দেয়ালটি ধসে চাপা পড়ে আসিফ। এসময় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুন্সিগঞ্জ থানার ওসি (তদন্ত) গাজী সালাউদ্দিন জানান, ঘাতক ট্রলিটি জব্দসহ চালককে আটকের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।