Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরান সউদীসহ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আলোচনায় প্রস্তুত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২০, ৪:৫৪ পিএম

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, সউদী আরবসহ পারস্য উপসাগরীয় সব দেশের সঙ্গে তেহরান আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, আমরা এই অঞ্চল বিশেষ করে হরমুজ প্রণালীর নিরাপত্তা ব্যাপারেও প্রস্তাব দিতে তৈরি আছি।
মোহাম্মদ জাওয়াদ জারিফ গতকাল শুক্রবার ভারতের মুম্বাই শহরে অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অব ইন্ডাস্ট্রিজ বা এআইএআই’র উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন। এ সংগঠনটি ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং ভারতের প্রায় ৫০ হাজার শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে।
এর আগে, গত অক্টোবর মাসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, রিয়াদ এবং তেহরানের মধ্যকার উত্তেজনার অবসান ঘটাতে অনুকূল পরিবেশ দিলে তিনি সউদী আরব সফর করতে প্রস্তুত রয়েছেন। তিনি সেসময় আরো বলেছিলেন, আঞ্চলিক উত্তেজনা কমানোর ক্ষেত্রে যেকোনো ধরনের পদক্ষেপকে স্বাগত জানায় তেহরান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ