মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মেহেরপুর সীমান্ত থেকে মিলন হোসেন (৪২) নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে বিজিবি ও বিএসএফের মধ্যে বিওপি পর্যায়ে পতাকা বৈঠক হলেও বিএসএফ তাকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছে।
মিলন হোসেন মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শোলমারী গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য রফিকুল জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কৃষক মিলন হোসেন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২৯ এর কাছে নিজ জমিতে কাজ করতে গেলে ভারতের ৮৪ বিএসএফের নন্দনপুর ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। এ ঘটনার পর বিজিবির পক্ষ থেকে তাকে ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়।
বিজিবির শোলমারী বিওপির কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টা ১০ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২৯/৫এস এর কাছে উভয় দেশের বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে তিনি এবং ভারতের পক্ষে ৮৪ বিএসএফের নন্দনপুর ক্যাম্পের কমান্ডার এসআই জয় সিং নেতৃত্ব দেন। বৈঠকে তারা মিলন হোসেনকে ধরে নিয়ে যায়নি বলে জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।