Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিষিদ্ধ কারেন্টজাল দিয়ে পোনা নিধনের মহোৎসব

প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

আফতাব হোসেন, চাটমোহর (পাবনা) থেকে
মৎস্য ভা-ার খ্যাত দেশের বৃহত্তর চলনবিলাঞ্চলে নিষিদ্ধ কারেন্টজালে মাছ ধরার মহোৎসব চলছে। চলনবিলাঞ্চলের চাটমোহর, সিংড়া, তাড়াশ উপজেলার বিভিন্ন পয়েন্টে মাছ ধরা নিষিদ্ধ কারেন্টজালে। বিশেষ করে চাটমোহর উপজেলার বিভিন্ন হাট-বাজারে একদিকে নিষিদ্ধ কারেন্টজাল বিক্রি হচ্ছে দেদার, অপরদিকে ওই নিষিদ্ধ কারেন্টজাল দ্বারা সব রকমের মাছ অবাধে নিধন করা হচ্ছে। চলনবিলাঞ্চলের চাটমোহর উপজেলার বিভিন্ন স্থানে বর্ষা মৌসুমে প্রচুর পরিমাণে দেশীয় প্রজাতির সুস্বাদু মাছ পাওয়া যায়। আর বিল পাড়ের জেলেরা বিভিন্ন প্রকারের নিষিদ্ধ কারেন্টজাল দিয়ে মাছ ধরার মহোৎসব পালন করছে। বিশেষ করে কারেন্টজাল, বাদাই জাল, খরা জালের মতো অতিসূক্ষ্ম নিষিদ্ধ জাল দিয়ে পোনা মাছ নিধন করছে। উপজেলার মির্জাপুর, থানা বাজার, নতুন বাজার, কাটাখালী, অমৃতকু-া (রেলবাজার) হাটে প্রচুর পরিমাণ কারেন্টজাল কেনা-বেচা হয়ে থাকে। সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকরী পদক্ষেপ না থাকায় অসাধু জাল ব্যবসায়ীরা বেপেরোয়া হয়ে উঠছে। রাতভর কারেন্ট ও বাদাই জাল দিয়ে মাছ ধরে বিলপাড়ের বিভিন্ন হাট-বাজারে বিক্রি করা হচ্ছে। অঞ্চলগুলোতে বন্যার পানি প্রবেশের সাথে সাথে মা ও পোনা মাছ নিধনের হিড়িক চলছে। চাটমোহর উপজেলার হা-িয়াল, ছাইকোলা, নবীন, লাঙ্গলমোড়া, বোয়ালমারী, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুরা বিনোদ, সাগুনা ও বারুহাস এলাকায় বন্যার পানি ঢুকার সাথে সাথে যমুনা নদীর মা মাছ চলনবিলের মিঠা পানিতে ডিম ছাড়ার জন্য নিরাপদ আশ্রয় ভেবে আসে আর অসাধু ব্যক্তিরা কারেন্ট ও বাদাই জাল দিয়ে মা ও পোনা মাছ নিধন করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিষিদ্ধ কারেন্টজাল দিয়ে পোনা নিধনের মহোৎসব
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ