Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিঃসরিত কার্বন কমানোর ঘোষণা মাইক্রোসফটের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট জানিয়েছে, তাদের বিশাল প্রতিষ্ঠান চালাতে বিগত ৪৫ বছরে বায়ুমন্ডলে যে পরিমাণ কার্বন নিঃসরণ করতে হয়েছে তা মুছে ফেলবে তারা। জলবায়ু রক্ষায় প্রয়োজনী ব্যবস্থা নিতে ১০০ কোটি ডলারের একটি তহবিল গড়ে তুলবে তারা। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডবিøউএমও) এর প্রতিবেদন অনুসারে, পৃথিবীর বায়ুমÐলে কার্বন ডাই অক্সাইড ও অন্য গ্রিনহাউস গ্যাসের উপস্থিতি রেকর্ড ছাড়িয়ে গেছে। গত এক দশকের গড় বৃদ্ধির চেয়ে গত বছর বেশি বেড়েছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। এছাড়া তাপমাত্রা বৃদ্ধিতে ভ‚মিকা রাখা মিথেন ও নাইট্রাস গ্যাসের পরিমাণও বেড়েছে। মাইক্রোসফটের এই পদক্ষেপ অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান থেকে আলাদা। অন্যান্য প্রতিষ্ঠানগুলো চলমান কিংবা ভবিষ্যতের কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাইক্রোসফটের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ