Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনমের ভীতিকর অভিজ্ঞতা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২০, ২:১৩ পিএম

উবার, কিংবা ট্যাক্সিতে উঠে হেনস্থার অভিযোগ প্রায়ই শোনা যায়। এবার অপ্রকৃতস্থ উবার চালকের হাতে হেনস্থার শিকার হলেন অভিনেত্রী সোনম কাপুর। অভিনেত্রীর সাথে এমন ঘটনা ঘটেছে লন্ডনের রাস্তায়।

আতঙ্কিত সোনম তার সাথে ঘটে যাওয়া এমন ঘটনার কথা নিজের টুইটার হ্যান্ডেলের মাধ্যমে প্রকাশ্যে এনেছেন। সোনম লিখেছেন, ‘লন্ডনে উবরে উঠে আমায় ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে, আপনারা সকলেই সচেতন থাকুন। আমার মনে হয় পাবলিক ট্রান্সপোর্ট কিংবা ক্যাব (ট্যাক্সি) এর থেকে অনেক বেশি নিরাপদ।’

আরও একটি টুইটে সোনম লিখেছেন, ‘উবার চালক সুস্থ অবস্থায় ছিলেন না, উনি অদ্ভুতভাবে চিৎকার, চেঁচামিচি করছিলেন, আমি ভয়ে কাঁপছিলাম।’ আরও একটি টুইটে সোনম লিখেছেন, ‘আমি অ্যাপের মাধ্যমেই অভিযোগ জানানোর চেষ্টা করছিলাম। তবে বারবার সংযোগ বিচ্ছিন্ন হচ্ছিল। আমার মনে হয় এই সিস্টেমটাপে অনেক আপডেট করা প্রয়োজন। না হলে এইরকম ঘটলে কিছুই করার থাকে না।’
এদিকে সোনমের এই টুইট দেখে উদ্বিগ্ন তাঁর ভক্তরাও। অনেকেই সোনমকের কাছে ঠিক কী ঘটেছে জানতে চেয়েছেন।

গোটা ঘটনায় উবর কর্তৃপক্ষের তরফে সোনমকে টুইট করে পুরো বিষয়টি জানানো হয় ঠিকই তবে ততক্ষেণে বহু সময় কেটে গিয়েছে।

প্রসঙ্গত, বহুদিন হল সোনম কাপুর স্বামী আনন্দ আহুজার সঙ্গে লন্ডনেই বসবাস করা শুরু করেছেন। এই মুহূর্তে তিনি সেখানেই রয়েছেন। তবে মাঝে মধ্যেই কর্মসূত্রে তাঁকে মুম্বইতে আসতে দেখা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোনম

৫ সেপ্টেম্বর, ২০২০
১৭ জানুয়ারি, ২০২০
২২ ফেব্রুয়ারি, ২০১৭

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ