Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাস শেষে সোনম কাপুরের বিয়ে

| প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বলিউডে অভিনেত্রী সোনম কাপুরের বিয়ের সানাই বাজল বলে। এই মাসের শেষেই তার প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে তার বিয়ে। এপ্রিলের ২৯ থেকে ৩০ তারিখের মধ্যে তার শুভ কাজ সম্পন্ন হবে। এর আগে সংবাদ মাধ্যমে অবশ্য বিয়ের তারিখ ১১ আর ১২ মে প্রকাশিত হয়েছিল।
আহুজা আর কাপুর পরিবারের এক ঘনিষ্ঠ বন্ধু বলেছে, “সুইজারল্যান্ড বা এমন কোনও জায়গায় বিয়ে হরে না। আমরা জানি না এমন কথা কে প্রচার করেছে। সোনমের চাচীর শ্রীদেবীর মৃত্যুর কারণে সিদ্ধান্ত নেয়া হয়েছে মুম্বাইতেই স্বল্প আড়ম্বরে বিয়ে হবে। খুব নিকটাত্মীয় আর ঘনিষ্ঠ বন্ধুদেরই শুধু দাওয়াত দেয়া হয়েছে। তাদের বিয়ের ব্যাপারে কিছু প্রকাশ না করার জন্য অনুরোধ করা হয়েছে।”
জানা গেছে সোনমের বাবা-মা অনিল কাপুর এবং সুনীতা বিয়ের তারিখ নিয়ে বেশ দ্বিধায় ছিলেন। সূত্র বলেছে, “শ্রীদেবীর মৃত্যুর কারণে তারা চেয়েছিলেন বিয়ের তারিখ আগামী বছর পর্যন্ত স্থগিত রাখতে। বনি কাপুর নিজেই অনিলকে বিয়ের ব্যাপারে অনুমোদন দিয়েছেন। বনি বিয়েতে হাজির থাকবেন নিশ্চিত করায় অনিল শেষে রাজি হন।”
বাবা-মায়ের অনুমোদনে সোনম দুই বছর ধরে শিল্পপতি আনন্দের সঙ্গে প্রেম করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ