Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টমেটোর ঝুড়িতে ফেনসিডিল, আটক ২

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

রাজধানীর শাহ আলীর দিয়াবাড়ী এলাকায় টমেটো ও বড়ইয়ের প্লাস্টিকের ঝুড়ি থেকে ৫০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে র‌্যাব। এসময় দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। গতকাল সকালে তাদের আটক করা হয়। আটকরা হলেন-ফরিদুল তরফদার (১৯) ও নাজিত (১৮)। র‌্যাব-৪ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান, গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল শাহ আলীর দিয়াবাড়ীতে অভিযান চালিয়ে দুই মাদক বিক্রতাকে আটক করে। এসময় টমেটো ও বড়ইয়ের প্লাস্টিকের ঝুড়ির মধ্য থেকে ৫০০ বোতল ফেনসিডিল, একটি পিকআপ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। তিনি আরো জানান, আসামিরা চাঁপাইনবাবগঞ্জ এলাকা থেকে প্রায়ই পিকআপের মধ্যে টমেটো ও বড়ইয়ের প্লাস্টিকের ঝুড়িতে করে বিশেষ কায়দায় ফেনসিডিল বহন করে ঢাকাসহ আশপাশের এলাকায় ডিলারদের কাছে বিক্রয় করে থাকে। আটক মাদক বিক্রেতাদের  বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেনসিডিল

১১ ডিসেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ