Inqilab Logo

শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

ফিলিস্তিনি ভূখন্ড ছাড় : ইসরাইলকে আফ্রিকান জোট

প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফিলিস্তিন ভূখ-ে ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর কঠোর দমন পীড়নের নিন্দা জানিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে একটি কড়া বিবৃতি দিয়েছে ৫৪ জাতির আফ্রিকান জোট। গত সোমবার কাউন্সিলের শুনানিতে এজেন্ডা ৭’র আওতায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি কর্তৃপক্ষের মানবাধিকার রেকর্ড নিয়ে ইসরাইলের বিরুদ্ধে এ নিন্দা জানায় আফ্রিকান জোট। জোটের বিবৃতিতে ফিলিস্তিন ভূখ-ে ইসরাইলি দখলদারিত্বের পাশাপাশি অবৈধ বসতি স্থাপন বন্ধ, গাজার ২০ লাখ অধিবাসীর ওপর অবরোধ তুলে নেয়া, বিনা বিচারে আটক হাজার হাজার ফিলিস্তিনির মুক্তিসহ নির্যাতিত ফিলিস্তিনিদের বিরুদ্ধে আরোপিত গণশাস্তি তুলে নেয়ার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ১৯৬৭ সালের ৪ জুনের সীমান্ত অনুযায়ী একটি স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার রয়েছে ফিলিস্তিনিদের। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিনি ভূখন্ড ছাড় : ইসরাইলকে আফ্রিকান জোট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ