Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে সাতটি নন-ব্রেক্সিট খবর হয়তো নজরে পড়েনি

প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সারা বিশ্বের মানুষ এখন ব্রেক্সিট বা ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার খবর নিয়েই ব্যস্ত। আন্তর্জাতিক সব খবরের শিরোনাম এখন ব্রেক্সিট। তবে এর বাইরেও অনেক গুরুত্বপূর্ণ ঘটনা গত সপ্তাহে ঘটেছে, গুরুত্বপূর্ণ বা হালকা কিন্তু কৌতূহলীদ্দীপক, যা হয়তো অনেকের চোখ এড়িয়ে গেছে। সেসব খবর নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছেন বিবিসির জাস্টিন পার্কিনসন। ১. মুক্ত ফাল্লুজা : প্রায় দুই বছর ইসলামিক স্টেটের কব্জায় থাকার পর ইরাকি শহর ফাল্লুজা মুক্ত করেছে সেদেশের সেনাবাহিনী। বাগদাদের অদূরের এই শহরটিই প্রথম দখল করেছিল আইএস।
২. যমজ পা-া : চীনের ম্যাকাও প্রদেশে যমজ বাচ্চার জন্ম দিয়েছে জায়ান্ট পা-া শিন শিন। বাচ্চাটি গোলাপি বর্ণে জন্ম নিয়েছে। যদিও একমাস বা তার বেশি সময় পর আস্তে আস্তে সেটি সাদা এবং কালো বর্ণে রূপ নেবে। ৩. ফার্ক যুদ্ধবিরতি : প্রায় ৬০ বছরের লড়ইয়ের সমাপ্তি টানতে অবশেষে একটি যুদ্ধবিরতিতে স্বাক্ষর করেছে কলম্বিয়ার সরকার আর দেশটির বিদ্রোহী ফার্ক গেরিলারা। শান্তিচুক্তির প্রথম ধাপ হিসেবেই তাদের এই চুক্তি স্বাক্ষরিত হলো। ছয় দশকের লড়াইয়ে দুই বাহিনীর হাতে ২ লাখ ২০ হাজার মানুষ নিহত বা নিখোঁজ হয়েছে। ৪. হঠাৎ পানি : মধ্য ম্যানচেস্টারে পোর্টল্যান্ড হাউজ অ্যাপার্টমেন্ট ব্লকে পথচারীদের গায়ের উপর হঠাৎ করে পানি এসে পড়ে। কিন্তু যে এই পানি হামলাকারী, তা এখনো পুলিশ সনাক্ত করতে পারেনি। তাই সেখান দিয়ে চলার সময় পথচারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। ৫. আইসল্যান্ডের নতুন প্রেসিডেন্ট : ইউরো ফুটবল টুর্নামেন্টে ইংল্যান্ডকে হারানোয় আইসল্যান্ড যতটা গণমাধ্যমের শিরোনামে এসেছে, তাদের নতুন প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়টি সে অর্থে গুরুত্ব পায়নি। একজন স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছে গুডনি জোহান্নেসন। ৬. অফিস কেক সংস্কৃতি : অনেকেই হয়তো অফিসে বিভিন্নে উপলক্ষে কেক কেটে বা খেয়ে অভ্যস্ত। কিন্তু শীর্ষ দন্ত বিশেষজ্ঞ নাইজেল হান্ট বলছেন, এই কেক সংস্কৃতি দাঁতের জন্য অত্যন্ত ক্ষতিকর। তবে অন্তত বাদাম, চিজ বা ফল মিশ্রিত কেক খেলে ক্ষতি কিছুটা কমানো যেতে পারে। ৭. ব্রেক্সিট গ্রাফিক্স : ব্রেক্সিট নিয়ে আলোচনা নতুন কিছু ইমোশন বা চিহ্নের জন্ম দিয়েছে। যুক্তরাজ্যজুড়ে এখন অন্ততটি ৭২টি নতুন ইমোজিস ব্যবহৃত হচ্ছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যে সাতটি নন-ব্রেক্সিট খবর হয়তো নজরে পড়েনি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ