Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইংরেজি ভাষা থাকছে না ইইউতে!

প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন থেকে সদস্যপদ ছেড়েছ। যাওয়ার আগে নিজেদের ভাষাটিকেও সঙ্গে করে নিয়ে যাও। ব্রিটেনের উদ্দেশ্য এমনই উপদেশ ফরাসি রাজনীতিকদের। ফ্রান্সের বেজিয়ারসের মেয়র রবার্ট মেনার্ড বলেছেন, ইংরেজি ভাষাটির ইউরোপীয় ইউনিয়নের অংশ হওয়ার আর কোনো অধিকার নেই। অনেকের মতে, ইউরোপীয় সংসদের তৃতীয় ভাষা হিসেবেও অধিকার হারিয়েছে ইংরেজি। ইউরোপীয় ইউনিয়নে মোট ২৪টি ভাষা রয়েছে। ফ্রান্সে ইংরেজি শিক্ষার অবস্থা খুবই খারাপ। ২০১৪ সালের একটি রিপোর্টেও দেখা গেছে, ফ্রান্সের প্রাপ্তবয়স্কদের মধ্যে ইংরেজি শিক্ষিতের সংখ্যা সবচেয়ে কম। যদিও ফরাসি প্রশাসন ইংরেজি শিক্ষার বিষয়ে খুব একটা উৎসাহীও নয়। কারণ, ইংরেজি শিক্ষা বিষয়টা জাতির জন্য খুব দরকারি ইস্যু বলেই মনে করে না ফরাসিরা। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইংরেজি ভাষা থাকছে না ইইউতে!
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ