মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ক্ষতিপূরণের প্রস্তাব নাকচ
ইনকিলাব ডেস্ক : সিরিয়ার আকাশসীমায় রুশ বোমারু বিমান ভূপাতিত করার ঘটনায় আঙ্কারা সরকার রাশিয়ার কাছে ক্ষমা চেয়েছে বলে যে খবর বের হয়েছে তা অস্বীকার করেছে তুরস্ক। এই ঘটনায় রাশিয়ার কাছে তুরস্ক কেবল দু:খ প্রকাশ করেছে বলে তুর্কি প্রধানমন্ত্রী বিন আলী বিলদিরিম দাবি করেছেন। গত নভেম্বরে গুলি করে ভূপাতিত জঙ্গি বিমানের জন্য রাশিয়াকে তুরস্ক এর আগে ক্ষতিপূরণ দেয়ার যে প্রস্তাব দিয়েছিল তা ও নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী বিলদিরিম। গত মঙ্গলবার তুর্কি সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। বিমান ভূপাতিতের ঘটনায় আঙ্কারা রাশিয়াকে ক্ষতিপূরণ দেয়ার জন্য প্রস্তুত আছে বলে বক্তব্য দেয়ার কয়েক ঘণ্টা পরই তিনি বলেন, রাশিয়াকে ক্ষতিপূরণ দেয়ার বিষয়টি আলোচনার টেবিলে নেই। ইলদ্রিমের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে সিএনএন-তুর্কি বিভাগ এ খবর জানিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান একটি চিঠির মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কাছে ক্ষমা চেয়েছেন বলে গত সোমবার ক্রেমলিন দাবি করেছে। এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন এ চিঠি পাঠানোর কথা নিশ্চিত করেছেন। রেডিও তেহরান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।