নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
লিভারপুলের কাছে ইংলিশ প্রিমিয়ার লিগে সপ্তাহের শুরুতেই ১-০ গোলে হেরেছে টটেনহাম। লিগে হেরে যাওয়া ম্যাচটিতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লো সেলসো ও এরিক লামেলা। তারা খেলেছিলেন শুধু বদলি হয়ে। তাদের নৈপুণ্যে মুগ্ধ হয়েই এফএ কাপের তৃতীয় রাউন্ডে শুরুর একাদশে দু’জনকে রেখেছিলেন কোচ জোসে মরিনিয়ো। যার ফলটাও হাতেনাতে পেয়েছেন তিনি। মিডলসবোরোকে পরশু ২-১ গোলে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে পৌঁছেছে স্পাররা।
শুরুতে মনে হয়েছিল আধিপত্য বিস্তার করেই খেলবে টটেনহাম। ১৫ মিনিটের ব্যবধানে দুটি গোল আসে জিওভানি লো সেলসো ও এরিক লামেলার কল্যাণে। অবশ্য গোল দুটির পেছনে মিডলসবোরোর দুর্বল রক্ষণভাগের অনেক অবদান ! শুরুর গোলটা হয়েছে গোলকিপারের ভুলে। দ্বিতীয় মিনিটে বোরো গোলকিপার টমাস ভুল পাস দিয়ে বসেন লো সেলসোকে। সেই বল পেয়ে তা জালে জড়িয়ে দিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার। ১৫ মিনিটে সুযোগের সদ্ব্যবহার করেছেন লামেলা। করেছেন দ্বিতীয় গোল।
দ্বিতীয়ার্ধের শেষ দিকে আক্রমণে ধার বাড়িয়ে স্পারদের ভড়কে দিতে থাকে মিডলসবোরো। তাতে ৮৩ মিনিটে আসে একটি গোল। গোলটি করেছেন জর্জ অ্যালান। আরও গোল করার সুযোগও এসেছিল দলটির। কিন্তু স্পার গোলকিপারের দৃঢ়তায় সমতায় ফিরতে পারেনি মিডলসবোরো। তবে অগ্রগামিতা ধরে রাখতে ঘাম ঝরাতে হয়েছে মরিনিয়োর শিষ্যদের। আটবারের এফএ কাপ চ্যাম্পিয়ন টটেনহাম পরের রাউন্ডে মুখোমুখি হবে সাউদাম্পটনের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।