পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জঙ্গি কানেকশনে গ্রেফতার কাশ্মীর পুলিশের ডিএসপি দেবিন্দর সিংকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য বের হচ্ছে। গণমাধ্যমকে এই কথা বলেছেন জিজ্ঞাসাবাদকারী এনআইএর গোয়েন্দা কর্মকর্তারা।
গত শনিবার দুই জঙ্গিসহ দেবিন্দর সিংকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন গত তিন বছরে ধরে হিজবুল মুজাহিদিন জঙ্গিদের বিভিন্নভাবে সাহায্য করতেন। গ্রেফতারের দিন তিনি হিজবুল জঙ্গি নাভেদ বাবু ও রফিকে নিরাপদে জম্মুতে নামিয়ে দেওয়ার কথাও স্বীকার করেছেন।
এনআইএর প্রশ্নে জঙ্গিদের সঙ্গে সেনার আরও কেউ জড়িত রয়েছেন বলে ইঙ্গিত দিয়েছেন দেবিন্দর। শ্রীনগরের পর দিল্লিতে এনেও তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন এনআইএর গোয়েন্দারা।
দেবিন্দারকে একদফা জিজ্ঞাসাবাদ করেছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম। আর তাতেই উঠে এসেছে কাশ্মীর থেকে দুই জঙ্গিকে নিরাপদে বাইরে বের করে দেওয়ার বিনিময়ে প্রত্যেক জঙ্গির কাছ থেকে ১২ লাখ টাকা নিয়েছিলেন ডিএসপি দেবিন্দর। সূত্র : ইন্ডিয়া টুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।