Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আয়ে ‘তানাজি : দি আনসাং ওয়ারিয়র’ এগিয়ে, প্রশংসায় ‘ছাপাক’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

গত শুক্রবার ‘তানাজি : দি আনসাং ওয়ারিয়র’, ‘ছাপাক’এবং ‘দরবার’ফিল্ম তিনটি মুক্তি পেয়েছে। এর মধ্যে সারা ভারতে স্পষ্টত ‘দরবার’ সবচেয়ে এগিয়ে আছে, তবে হিন্দি ডাব করা সংস্করণ বিবেচনা করলে ‘তানাজি : দি আনসাং ওয়ারিয়র’ এবং ‘ছাপাক’আয়ে এগিয়ে আছে। ওম রাউত পরিচালিত পিরিয়ড অ্যাকশন-ড্রামা ‘তানাজি : দি আনসাং ওয়ারিয়র’-এ অভিনয় করেছেন অজয় দেবগন, সাইফ আলি খান, অজয়, কাজল, ল্যুক কেনি, শারদ কেলকার, পদ্মাবতী রাও, জগপতি বাবু, পঙ্কজ ত্রিপাঠী এবং নেহা শর্মা। ভারতের বাইরে ৬৬০টি পর্দাসহ ফিল্মটি ৪৫৪০ পর্দায় মুক্তি পেয়েছে। ১৫.১০ কোটি রুপিতে ফিল্মটির খাতা খুলেছে। পরের দুদিনের ২০.৫৭ কোটি রুপি এবং ২৬.২৬ কোটি রুপি আয়ে সপ্তাহান্তের আয় ৬২.০৩ কোটি রুপি। সোমবারের আয় ১৩.৭৫ কোটি রুপি। রেটিং পাঁচে চার। বায়োগ্রাফিকাল সোশাল ড্রামা ফিল্ম ‘ছাপাক’ পরিচালনা করেছেন মেঘনা গুলজার। অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, বিক্রান্ত মাসসি, মধুরজিত সার্গি এবং রোহিত সুখোয়ামি। মুক্তি পেয়েছে ভারতের বাইরের ৪৬০ পর্দাসহ ২১৬০ পর্দায়। শুক্রবারের আয় ৪.৭৭ কোটি রুপি। শনিবারের আয় ৬.৯০ কোটি রুপি। রবিবারের ৭.৩৫ কোটি রুপিতে সপ্তাহান্তের আয় ১৯.০২ কোটি রুপি। সোমবারের আয় ২.৩৫ কোটি রুপি। রেটিং পাঁচে সাড়ে তিন। এ. আর. মুরুগাদোসের পরিচালনায় অ্যাকশন ফিল্ম ‘দরবার’-এ অভিনয় করেছেন রজনীকান্ত, সুনীল শেট্টি, নয়নতারা, প্রতীক বাব্বর, যতিন সরনা, নওয়াব শাহ, দালিপ তাহিল এবং যোগি বাবু। বিশ্বব্যাপী ফিল্মটির সব ভাষায় সংস্করণ ১৫০ কোটি রুপি আয় করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিল্ম


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ