মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরান-আমেরিকা চলমান উত্তেজনা্র মধ্যেই তিন দিনের সফরে ভারতে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। আজ মঙ্গলবার জারিফ দিল্লিতে এসে পৌঁছবেন।
বুধবার জাভেদ জারিফ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বার্ষিক সম্মেলন রাইসিনা সংলাপে যোগদানের পাশাপাশি তাদের মধ্যে পার্শ্ব বৈঠক হবে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে বৈঠক করবেন বলে জানা গিয়েছে।
ইরান-আমেরিকা সম্পর্কে চাপ কমাতে এদিন কথা হবে বলেই মনে করা হচ্ছে। ইরানি কম্যান্ডার কাসেম সোলেমানির মৃত্যুতে এই দুই দেশের সম্পর্কে টান পরেছে। বৃহস্পতিবার বিকালে জাভেদ জারিফ মুম্বইয়ের উদ্দেশে রওনা হবেন। সেখানে তিনি কিছু ব্যসসায়ীদের সঙ্গে দেখা করবেন। শুক্রবার তার ভারত সফর শেষ হবে বলেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গিয়েছে।
কাসেম সোলামানির মৃত্যুতে এই মুহূর্তে ইরানের তরফে ভারত সফর আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারত প্রথম থেকেই ইরান-আমেরিকা সম্পর্ক স্বাভাবিক করতে তৎপর হয়েছে। এই পরিস্থিতিতে ভারত টানা ইরান, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং কাতারের সঙ্গে যোগাযোগ রেখেছে। সূত্র: রিপাবলিক ওয়ার্ল্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।