বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুরের সদরের তাজপুর এলাকায় ডিবি পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এই ঘটনায় ২ পুলিশ সদস্যও আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, মাদক উদ্ধার ও পাচারের গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার দিবাগত গভীর রাতে দিনাজপুর সদরের রামসাগর পূর্ব এলাকায় রাস্তার নিচে ওৎ পেতে থাকে ডিবি পুলিশের সদস্যরা। এ সময় ১০ থেকে ১২ জনের একটি দল সেখান দিয়ে যাওয়ার সময় ডিবি পুলিশ তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় তারা ডিবি পুলিশের উপর অতর্কিত হামলা চালালে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়। পরে গোলাগুলিতে ২ মাদক ব্যবসায়ী আবুল কাশেম ওরফে কাইস্সা, লস্কর আলী ওরফে রহমত আলী নিহত হয়। নিহতদের বাড়ি জেলা শহরের লাইনপাড়া সিপাহীপাড়া এলাকায়। এ সময় সেখান থেকে ১৫০ বোতল ফেন্সিডিল, একটি অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম পরিচয়সহ বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।