নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : এক সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টুর হাতে গড়া শান্তিনগর ক্লাব ঢাকার ঘরোয়া ক্রিকেটে ছিল নিয়মিত। রেলিগেশনে পড়তে পড়তে নব্বইয়ের দশক থেকে ক্লাবটি হারিয়েছে সিসিডিএম’র আসরে খেলার যোগ্যতা। দীর্ঘদিন পর এই ক্লাবটি আবার সিসিডিএম এর সদস্যপদ পেয়েছে। তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়ে ২০১৬-১৭ মওশুমে তৃতীয় বিভাগে খেলার যোগ্যতা অর্জন করেছে শান্তিনগর ক্লাব। ৫ লাখ টাকা এন্ট্রি ফি’র কারণে এবারো তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটে অংশগ্রহণের আগ্রহে পড়েছে ভাটা। গতবার ২টি ক্লাব এন্ট্রি করে (ঢাকা ক্রিকেট একাডেমি ও এক্সিম ক্রিকেটার্স) টসে’র মাধ্যমে চ্যাম্পিয়ন রানার্স আপ নির্ধারিত হলেও এবার পে-অর্ডারের মাধ্যমে ৫ লাখ টাকা এন্ট্রি ফি দিয়ে অংশগ্রহণকারী ক্লাবের সংখ্যা ছিল ৩। পূর্বাচল স্পোর্টস ক্লাব অংশগ্রহণ থেকে তাদের নাম প্রত্যাহার করলে অবশিষ্ট ২টি ক্লাব (শান্তিনগর ও মোহাম্মদপুর ক্রিকেট ক্লাব) এন্ট্রির সুবাদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় তৃতীয় বিভাগে খেলার যোগ্যতা অর্জন করে। অবশিষ্ট ছিল চ্যাম্পিয়ন, রানার্স আপ নির্ধারণে দল দু’টির মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনের পরীক্ষা। সেই পরীক্ষায় গতকাল ৯৯ রানে মোহাম্মদপুর ক্রিকেট ক্লাবকে হারিয়ে (শান্তিনগর ক্লাব ২২৯/৯, মোহাম্মদপুর ১৩০/১০) চ্যাম্পিয়ন হয়েছে শান্তিনগর ক্লাব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।