Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আল্লামা ফুলতলী ছাহেব মানুষকে আল্লাহ পাওয়ার পথ দেখিয়েছেন

বামিংহামে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাকে নিয়ে আলোচনা সভা

লন্ডন সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২০, ৮:১৭ পিএম

ব্রিটেনের বার্মিংহামে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর ১২তম ইসালে সাওয়াব উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৩ জানুয়ারি) সোমবার বার্মিংহামের বৃহৎ ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান সিরাজাম মুনিরা অ্যাডুকেশন সেন্টার অ্যান্ড জামে মসজিদে প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ হাফিয সাব্বির আহমদের সভাপতিত্বে ও কারী গোলাম মাহফুজের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজাম মুনিরা অ্যাডুকেশন সেন্টারে প্রিন্সিপাল, হাফিজুল হাদিস শায়খ সাইয়্যিদ ফাদি জুবা সিরিয়া।

প্রধান অতিথির বক্তব্যে শায়খ ফাদি জুবা বলেন, হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) মানুষকে আল্লাহ পাওয়ার পথ দেখিয়ে গেছেন। মানুষের অন্তরকে আল্লাহ ও তাঁর রাসূলের প্রেমে ভরপুর করে দিয়েছেন। সুদূর বাংলাদেশের বাসিন্দা হয়েও বিশে^র বিভিন্ন দেশ ইসলামের জন্য সফর করেছেন। স্থানে স্থানে মসজিদ মাদরাসা প্রতিষ্ঠা করেছেন। খানকার মাহফিল করে মানুষের অন্তরকে পবিত্র করেছেন। তাঁর মুরিদীন ও মুহিব্বিনরা বিশে^র প্রতিটি দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তাদের দ্বারা পরিচালিত বিশাল খেদমত দেখলেই বুঝা যায় ফুলতলীর পীর ছাহেব তিনি দ্বীনের কত বড় দায়ী ছিলেন।
শায়খ ফাদি ফুলতলী ছাহেবের বিশ^ব্যাপী কুরআনের খেদমতের প্রসঙ্গে বলেন, নিঃসন্দেহে ফুলতলী ছাহেব ছিলেন সালেহীন ও সাদিকীনদের ব্যক্তিদের অন্তর্ভূক্ত। আল্লাহ ওয়ালা ও নবীওয়ালা। তার খেতমতকে আল্লাহ কবুল করেছেন। মকবুল ব্যক্তি ছাড়া দারুল কিরাতের মতো সহিহ কুরআন শিক্ষার মতো এতো বড় প্রতিষ্ঠানের খেদমত আঞ্জাম দেওয়া সম্ভব হতো না।

সভাপতির বক্তব্যে সিরাজাম মুনিরা অ্যাডুকেশন সেন্টারের পরিচালক আলহাজ হাফিয সাব্বির আহমদ বলেন, হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) আজীবন ইসলামের খেদমতে নিজেকে বিলিয়ে দিয়েছেন। মানুষের ঈমান আকিদাকে সহিহ করার তালিম দিয়েছেন। তার এই খেদমতের ধারা বিশ^ব্যাপী বিস্তৃত। তার সুযোগ্য আওলাদরা তার বিশাল খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে মসজিদ মাদরাসা প্রতিষ্ঠা করে ফুলতলী সিলসিলার লোকজন ইসলামের প্রচার প্রসারে কাজ করে যাচ্ছেন। ফুলতলী ছাহেব কিবলা অমুসলিম দেশে মুসলিম পরিবারগুলোকে পূর্ণ ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন জায়েদ আল রশিদ, হাজী আব্দুল মালিক, জহির আহমদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বামিংহাম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ